Advertisement

Cyclone Fengal: আগামী ১২ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, IMD যা জানাল

IMD জানিয়েছে, ফেনজলের জেরে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায় অতিভারী বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টি ছাড়াও সর্বোচ্চ ঘণ্টায় ৬৫ কিমি বেগে হাওয়া বইবে পূর্ব ভারতের উপকূলগুলিতে। যার নির্যাস, পশ্চিবঙ্গের উপকূলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া মোটামুটি প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টিও। 

ঘূর্ণিঝড় ফেনজলের আপডেটঘূর্ণিঝড় ফেনজলের আপডেট
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 12:03 PM IST
  • কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল?
  • পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে?
  • হাই অ্যালার্ট তামিলনাড়ুতে

ঘূর্ণিঝড়েই (Cyclone) পরিণত হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি। ঘূর্ণিঝড়ের নাম ফেনজল (Fengal)। IMD-র পূর্বাভাস বলছে, আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তারপর তা বঙ্গোপসাগরের উত্তর-উত্তর পশ্চিমে ১৩ কিমি বেগে সরতে থাকবে। ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি হয়ে গিয়েছে চেন্নাই ও পুদুচেরি উপকূলে।

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল?

আজ অর্থাত্‍ বুধবার ভোর সাড়ে ৫টায় ওই ঘূর্ণাবর্তটি ত্রিঙ্কমালি থেকে ১৩০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, নাগাপট্টিনম থেকে ৪০০ কিমি দক্ষিণ-পূর্বে, পুদুচেরি থেরে ৫১০ কিমি দক্ষিণ-পূর্ব ও চেন্নাই থেকে ৫৯০ কিমি দূরে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপটি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত দ্রুত। ফেনজাল সম্পূর্ণ রূপে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেলে তা এগোবে তামিলনাড়ুর উপকূলের দিকে। শ্রীলঙ্কার কাছে কোনও তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল হবে। ফেনজালের আগমনী নিয়ে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি চেন্নাই উপকূলবর্তী এলাকাগুলিতে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে মাইকিং শুরু করে দিয়েছে প্রশাসন। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।

IMD-র পূর্বাভাস

পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে?

IMD জানিয়েছে, ফেনজলের জেরে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায় অতিভারী বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টি ছাড়াও সর্বোচ্চ ঘণ্টায় ৬৫ কিমি বেগে হাওয়া বইবে পূর্ব ভারতের উপকূলগুলিতে। যার নির্যাস, পশ্চিবঙ্গের উপকূলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া মোটামুটি প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টিও। 

হাই অ্যালার্ট তামিলনাড়ুতে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন উপকূলীয় জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে উচ্চপ্যায়ের বৈঠক করেছেন। কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন। তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। ইতিমধ্যেই এই আট জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।  

Read more!
Advertisement
Advertisement