Advertisement

প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাউকটে, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

আগামী ১২ ঘণ্টার মধ্যে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় টাউকটে। গুজরাত উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মঙ্গলবার। আবহাওয়া দফতরের তরফে এই খবর জানানো হয়েছে।

Cyclone Cyclone
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 May 2021,
  • अपडेटेड 11:03 AM IST
  • এবার ধেয়ে আসছে ঘুর্ণিঝড় টাউকটে
  • করোনায় মধ্যেই নতুন বিপদ ভারতে
  • জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

আগামী ১২ ঘণ্টার মধ্যে কেরলের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় টাউকটে। গুজরাত উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মঙ্গলবার। আবহাওয়া দফতরের তরফে এই খবর জানানো হয়েছে। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, গুজরাত উপকূলের উপর নজর রাখা হয়েছে। প্রসঙ্গত, এমনিতেই দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই টাউকটে। 

ঘূর্ণিঝড় নিয়ে পরিস্থিতি তদারকি করতে তড়িঘড়ি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের মোকাবিলা কীভাবে করা যাবে এই বৈঠকে তা নিয়ে আলোচনা করবেন মোদী। 

আরও পড়ুন

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কেরল, কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই ৫০ বাহিনী NDRF প্রস্তুত রাখা হয়েছে।

ঘুর্ণিঝড় আসার আগে বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দফতর। কেরল, কর্ণাটক ও গোয়ার সমুদ্র তীরবর্তী এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছেন, প্রচণ্ড বৃষ্টিতে ওই সব রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা হতে পারে। 

আবহাওয়া দফতর ইতিমধ্যেই ওই ৫ রাজ্যের মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে। গোয়ায় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জলজাহাজ, হেলিকপ্টার ইত্যাদি প্রস্তুত রেখেছে।  

কেরল আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, 'যতটা আশা করা হয়েছিল, তার থেকেও বেশি গতিতে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। কালই তা কেরলের একাধিক জেলায় আছড়ে পড়ার সম্ভাবনা। আমরা সবরকম সতর্কতা নিয়েছি।'  

 

Read more!
Advertisement
Advertisement