কে জানত পছন্দের স্ট্রিট ফুড মোমো ডেকে আনবে মৃত্যু! রাস্তার স্টল থেকে কেনা মোমো খেয়ে প্রাণ হারালেন এক মহিলা। অসুস্থ হয়ে পড়েন ১৫ জন। মোমোতে কী এমন ছিল যে প্রাণ কাড়ল? পাশাপাশি, রাস্তার অবাধ খাবারের স্টলের গুণমান নিয়েও প্রশ্নও উঠেছে।
রাস্তার মোমো খেয়ে মৃত্যু, অসুস্থ
গত কয়েক বছরে মোমো একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হয়ে উঠেছে। এর আগেও রাস্তার মোমো খেয়ে অনেকের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনাটি হায়দরাবাদের বানজারা হিলসের। রাস্তার স্টলে বিক্রি হওয়া মোমো খেয়ে ১৫ জন অসুস্থ হয়ে পড়েন, মৃত্যু হয় এক মহিলার।
পুলিশ জানিয়েছে, বানজারা হিলস থানা এলাকার অধীনে নন্দীনগরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রাস্তার খাবারের স্টল থেকে মোমো খেয়েই মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই মহিলা রেশমা বেগম (৩৫) নন্দীনগরের বাসিন্দা।
মৃত মহিলার পরিবারের এক সদস্য পুলিশের কাছে অভিযোগ, মোমো খেয়ে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিহারির ফুড স্টলের মোমো
রবিবার রেশমা বেগম ও অন্যরা 'দিল্লি মোমোস' নামের একটি খাবারের স্টল থেকে মোমো খেয়েছিলেন। চিন্তল বস্তিতে অবস্থিত, এই স্টলটি প্রায় তিন মাস আগে শুরু করেছিলেন বিহার থেকে আসা আরমান ও তাঁর পাঁচ বন্ধু মিলে।
মহিলার মৃত্যুর কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে
এ ব্যাপারে পুলিশ মোমো স্টলের মালিকের বিরুদ্ধে মামলা করেছে। তবে মহিলার মৃত্যুর কারণ এবং তাঁদের রোগের কারণ এখনও তদন্তাধীন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, "আমরা মৃত্যুর কারণ অনুসন্ধান করছি।" তিনি জানিয়েছেন, স্টলটি পরিচালনাকারীদের হেফাজতে নেওয়া হয়েছে।