Advertisement

'বন্দে মাতরম' নিয়ে আলোচনার সিদ্ধান্ত সংসদে, অংশ নেবেন খোদ প্রধানমন্ত্রী মোদী

'বন্দে মাতরম'-এর ১৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা হবে। সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতি বা শুক্রবার ১০ ঘণ্টা ধরে চলবে সেই আলোচনা।

PM Narendra Modi PM Narendra Modi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 9:07 PM IST
  • 'বন্দে মাতরম'-এর ১৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা হবে
  • সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতি বা শুক্রবার ১০ ঘণ্টা ধরে চলবে সেই আলোচনা

'বন্দে মাতরম'-এর ১৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা হবে। সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতি বা শুক্রবার ১০ ঘণ্টা ধরে চলবে সেই আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ অংশ নেবেন তাতে। স্বাধীনতা সংগ্রামের এই অনুপ্রেরণামূলক গানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যকে তুলে ধরাই হল এই অনুষ্ঠানের লক্ষ্য। 

৩০ নভেম্বর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। তাতে অংশ নিয়েছিলেন লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিরা। সর্বসম্মতিক্রমেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেদিনের বৈঠকে শাসকদলগুলোর পক্ষে এই প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন জানানো হয়। সরকার সব বিরোধী দলকে আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। 

১৮৭০-এর দশকে এই বাংলার বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'বন্দে মাতরম' গানটি রচনা করেন। তাঁর লেখা 'আনন্দমঠ'-এ গানটি রয়েছে। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৮৮২ সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের  অনুপ্রেরণার অন্যতম প্রধান উৎস হয়ে ওঠে এই গান। কেন্দ্রীয় সরকার গান রচনার ১৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ স্মারক মুদ্রা এবং ডাকটিকিটও প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি 'বন্দে মাতরম'-কে স্বাধীনতা সংগ্রামের অমর ঐতিহ্য বলে অভিহিত করেছেন। নতুন প্রজন্মের এই গানটি গাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। 

যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়, SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে আলোচনা করার। কিন্তু সরকারের তরফে 'বন্দে মাতরম'-এর উপর আলোচনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসও 'বন্দে মাতরম' নিয়ে আলোচনাকে গুরুত্ব দিয়েছে। এই নিয়ে বিরোধী দলগুলোর অবস্থান ঠিক করতে সোমবার সকালে ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

প্রসঙ্গত, সোমবার অর্থাৎ ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ তারিখ পর্যন্ত। এর মধ্যে ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। দশটি নতুন বিল পেশ করা হবে সরকারের তরফে। যার মধ্যে রয়েছে পারমাণবিক শক্তি, উচ্চশিক্ষা, জাতীয় সড়ক এবং বীমা খাত সংস্কার সম্পর্কিত বিল। এছাড়াও, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য অনুদানের জন্য প্রথম সম্পূরক দাবিগুলিও আলোচনা করা হবে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement