Advertisement

১১৪ রাফাল কিনতে গ্রিন সিগন্যাল, শক্তি বাড়বে ভারতীয় বায়ুসেনার

১১৪টি অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে ভারতীয় বায়ুসেনা। এবার সেই সিদ্ধান্তে গ্রিন সিগন্যাল দিল ডিফেন্স বোর্ড। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন কাউন্সিলে এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

১১৪টি রাফাল কিনতে গ্রিন সিগন্যাল১১৪টি রাফাল কিনতে গ্রিন সিগন্যাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 7:39 PM IST
  • ১১৪টি অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে ভারতীয় বায়ুসেনা।
  • এবার সেই সিদ্ধান্তে গ্রিন সিগন্যাল দিল ডিফেন্স বোর্ড।
  • মোদী-ম্যাক্রন বৈঠকের সময় ভারত ও ফ্রান্সের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

১১৪টি অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে ভারতীয় বায়ুসেনা। এবার সেই সিদ্ধান্তে গ্রিন সিগন্যাল দিল ডিফেন্স বোর্ড। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন কাউন্সিলে এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

সূত্রের দাবি, ফেব্রুয়ারিতে মোদী-ম্যাক্রন বৈঠকের সময় ভারত ও ফ্রান্সের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। যদি সবকিছু এই পরিকল্পনা অনুসারে চলে, তাহলে এটি ভারতের বায়ুশক্তিকে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

৩.২৫ লক্ষ কোটি টাকার চুক্তি

প্রস্তাবিত এই রাফাল চুক্তির মোট আনুমানিক ব্যয় হতে পারে ৩.২৫ লক্ষ কোটি বা প্রায় ৩৬ বিলিয়ন ডলার। এই চুক্তির আওতায় মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনা হবে। এর যার মধ্যে ১২ থেকে ১৮টি ফ্রান্স থেকে সরাসরি ভারতে আনা হবে। বাকি বিমানগুলি ভারতেই তৈরি করা হবে।

৬০ শতাংশ পর্যন্ত দেশীয় উপাদান ব্যবহার করা হবে

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই বিমানগুলিতে প্রায় ৩০ শতাংশ দেশীয় সামগ্রী থাকবে। ধীরে ধীরে এটি ৬০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও 'মেক ইন ইন্ডিয়া' চুক্তিতে সাধারণত ৫০ থেকে ৬০ শতাংশ দেশীয় পার্টনারশিপের প্রয়োজন হয়।

বায়ুসেনার বহরে থাকবে ১৭৬টি রাফাল

ভারত চাইছে রাফাল জেটগুলিকে ভারতীয় অস্ত্র ও সিস্টেম দিয়ে সাজানো। এই চুক্তি চূড়ান্ত হলে ভারতের কাছে মোট ১৭৬টি রাফায়েল জেট থাকবে। বর্তমানে বিমান বাহিনীর কাছে মোট ৩৬টি রাফাল রয়েছে। এছাড়াও নৌবাহিনী ২৬টি জেট অর্ডারও করেছে। নতুন ডিলের ফলে বায়ুসেনার শক্তি অনেকগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান বিমান শক্তির মুখে এটি ভারতের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
 

 

Read more!
Advertisement
Advertisement