দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী পদে বেশ কয়েকজন মহিলা নেত্রীও বিবেচনার তালিকায় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর থেকে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
মহিলা মুখ্যমন্ত্রী পেতে পারে দিল্লি?
বর্তমানে দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কোনও নারীকে বসানোর ভাবনা নিয়ে এগোচ্ছে বিজেপি। এর আগে একসঙ্গে তিনজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন— উত্তরপ্রদেশে মায়াবতী, দিল্লিতে শীলা দীক্ষিত এবং তামিলনাড়ুতে জয়ললিতা। বিজেপি চাইছে এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে।
কোন কোন নেত্রী দৌড়ে এগিয়ে?
বিজেপির শীর্ষ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম।
স্মৃতি ইরানি
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নামও শোনা যাচ্ছে। ২০১৯ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়ে তিনি আমেথি দখল করেছিলেন, তবে ২০২৪-এর লোকসভা ভোটে পরাজিত হন। বর্তমানে তিনি দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজে যুক্ত। স্মৃতি ইরানি একজন দক্ষ বক্তা ও অভিজ্ঞ নেতা, তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদে বিবেচনা করা হতে পারে।
বাঁশরী স্বরাজ
প্রয়াত বিজেপি নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজের নামও আলোচনায় রয়েছে। বর্তমানে তিনি দিল্লির সাংসদ এবং একজন বিশিষ্ট আইনজীবী। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতি রয়েছে এবং দলের প্রতি তাঁর নিষ্ঠাও প্রশংসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
অন্যান্য মহিলা বিধায়কের সম্ভাবনা
এছাড়া সদ্য নির্বাচিত তিন বিধায়ক— রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পহেলবানের নামও আলোচনায় রয়েছে। চারজনই দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন। তাঁদের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।
পুরুষ প্রার্থীরাও দৌড়ে
নারী নেত্রীদের পাশাপাশি বিজেপির কয়েকজন পুরুষ নেতাও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পারভেশ ভার্মা, বিজেন্দ্র গুপ্তা, অভয় বার্মা, অজয় মাহওয়ার এবং কপিল শর্মা।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি কোনও অভিজ্ঞ নেতা নাকি একজন নতুন মুখকে বেছে নেবে, তা এখনো স্পষ্ট নয়। তবে দলের অভ্যন্তরে মহিলা নেতৃত্বকে এগিয়ে আনার চিন্তাভাবনা যে গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে, তা স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।