
বাবা রামদেবের 'শরবত জিহাদ' মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। জনপ্রিয় পানীয় রূহ আফজাকে নিশানা করতে গিয়ে 'শরবত জিহাদ' শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রামদেব। যা সমালোচিক হয় নানা মহলে। এবার এই মামলায় মঙ্গলবার দিল্লি হাইকোর্ট রামদেবকে তিরস্কার করল। এই ধরনের মন্তব্য অযৌক্তিক এবং বিবেককে নাড়া দেয়।
চলতি মাসের শুরুতে রামদেব পতঞ্জলীর গোলাপের শরবতের আত্মপ্রকাশ করেন। সেই সময় তিনি বলেছিলেন, 'একটা কোম্পানি রয়েছে, যারা আপনাদের শরবত দেয় আর সেই টাকায় মাদ্রাসা ও মসজিদ তৈরি করে।' নাম না নিলেও রামদেবের এই বক্তব্যের ইঙ্গিত যে হামদার্দ বা রূহ আফজাকে নিশানা করেই তা সকলেই বুঝতে পারেন। এই প্রসঙ্গে রামদেব আরও বলেছিলেন, 'যদি আপনারা ওই পানীয় খান, তাহলে মাদ্রাসা-মসজিদ তৈরি হবে। কিন্তু যদি আপনারা পতঞ্জলীর গোলাপের শরবত খান, তা হলে গুরুকুল তৈরি হবে। পতঞ্জলী বিশ্ববিদ্যালয়, ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতি হবে।' বলেছিলেন, 'যেরকম লভ জিহাদ রয়েছে, তেমনই শরবত জিহাদ। এই শরবত জিহাদ থেকে নিজেদের রক্ষা করতে সকলের কাছে এই বার্তা দেওয়া উচিত।'
রামদেবের এই মন্তব্যের পরই হাইকোর্টের দ্বারস্থ হয় রূহ আফজার সংস্থা। সেই মামলার শুনানিতে এদিন রামদেবকে তিরস্কার করেছে হাইকোর্ট। এই ধরনের মন্তব্য অনুচিত বলে মন্তব্য করেছে আদালত।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছিলেন রামদেব এবং তাঁর সংস্থা।