Delhi NCR Storm Wreaks Havoc One Dead: শুক্রবার সন্ধ্যা নাগাদ আচমকাই দিল্লির আকাশে কালো মেঘ ,সঙ্গে শুরু হয় তীব্র ধুলিঝড়। হাওয়ার এমন গতি ছিল যে, পূর্ব দিল্লির মধু বিহার এলাকায় নির্মীয়মাণ একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, আহত হন আরও দুইজন।
ধূলিঝড় এতটাই ভয়াবহ ছিল যে, দিল্লি বিমানবন্দরে অন্তত ১৫টি ফ্লাইট অন্যত্র ডাইভার্ট করতে হয়।
মেট্রোর চলাচলেও পড়ে এর প্রভাব—বিশেষ করে ওপেন রুটগুলিতে মেট্রোর গতি কমিয়ে দেওয়া হয়। যার ফলে বেশ কিছু স্টেশনে ভিড় বাড়ে, যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
দিল্লি শহরের বিভিন্ন জায়গায় গাছ পড়ে যায়—মাণ্ডি হাউস, দিল্লি গেট এর মতো ব্যস্ত এলাকায়। কোথাও গাছ গিয়ে পড়ে বাইকের ওপর, আবার কোথাও রাস্তায় পড়া ধ্বংসাবশেষে থেমে যায় ট্র্যাফিক। এক কথায় শহরের চেহারাই পাল্টে দেয় এই সন্ধ্যার ঝড়।
আবহাওয়ার দফতরের সতর্কতা:
ভারতীয় আবহাওয়া দফতর দিল্লি ও আশেপাশের এলাকায় জারি করেছে ‘রেড অ্যালার্ট’। আগামী ৩ ঘণ্টার মধ্যে আরও এক দফা ঝড়, তীব্র হাওয়া, বজ্রপাত ও সম্ভবত শিলাবৃষ্টির আশঙ্কা আছে।
কেউ যেন খোলা জায়গায় না থাকেন, দুর্বল ঘরবাড়ি বা নির্মাণসাইট থেকে দূরে থাকুন, তীব্র হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসল এবং বাগানের ক্ষতির সম্ভাবনাও রয়েছে।
এই হঠাৎ আবহাওয়ার পরিবর্তন শুধু ভোগান্তি নয়, জীবনহানির ঘটনাও ঘটিয়েছে। প্রশাসনের তরফে যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রস্তুত থাকাটাই বুদ্ধিমানের কাজ।