সংসদের নিরাপত্তায় বড় ধরনের ত্রুটির ঘটনা প্রকাশ্যে এসেছে। লোকসভার কার্যক্রম চলাকালীন হাউসে প্রবেশ করেন দুই যুবক। এই দুই ব্যক্তিই দর্শক গ্যালারি থেকে লাফিয়ে পড়েন। সংসদ সদস্যরা তাদের ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন। এই ঘনার পরেই দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।
কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, হঠাৎ করেই দর্শক গ্যালারি থেকে প্রায় ২০ বছরের দুই যুবক হাউসে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হাতে ক্যানিস্টার ছিল। এসব ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছিল। তাদের একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। তারা কিছু স্লোগান দিচ্ছিল। ধোঁয়া বিষাক্ত হতে পারে। এটি নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ফাঁক।