ফের বাংলাদেশি গ্রেফতার এ দেশে। জাল নথি তৈরির একটি চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। ২ বাংলাদেশি-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, জাল নথি বানিয়ে বাংলাদেশি নাগরিকদের আধার কার্ড-সহ বিভিন্ন নথি তৈরি করত ওই চক্র।
পুলিশ সূত্রে খবর, বসন্তকুঞ্জ থানা এলাকা থেকে বাংলাদেশি মহম্মদ বাবলুকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকার ডিমরা গ্রামের বাসিন্দা। এই নিয়ে গত ৩ দিনে ৩০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হল। পশ্চিমবঙ্গ ও অসম সীমান্ত দিয়ে বাংলাদেশিদের দিল্লিতে নিয়ে যাওয়ার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি দিল্লি পুলিশের বাংলাদেশ সেল সক্রিয় হয়েছে। ২ দশক আগে এই সেল তৈরি করা হয়েছিল। বাংলাদেশি ভাষা জানেন এমন পুলিশকর্মীরা রয়েছেন ওই সেলে। এই সেলের সাহায্যেই ভারতে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিদের গ্রেফতার করছে দিল্লি পুলিশ।
অন্য দিকে, বৃহস্পতিবার চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন ফের খারিজ হয়ে গিয়েছে চট্টগ্রামের আদালতে। ফলে জেলেই থাকতে হবে হিন্দু সন্ন্যাসীকে। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়ের মামলার শুনানি ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। বর্তমানে চট্টগ্রামের জেলে বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ। গত শুনানির দিন চিন্ময়কৃষ্ণের হয়ে আদালতে কোনও আইনজীবী ছিলেন না।ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব সে দেশের হিন্দুদের একাংশ।