Advertisement

একসঙ্গে ১৩ জন বাংলাদেশি পুলিশের জালে, ২ বছর ধরে অবৈধ ভাবে বসবাস

পুলিশ ধৃতদের সকলকেই FRRO-এর কাছে হস্তান্তর করেছে। যেখান থেকে তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধরা পড়া অনুপ্রবেশকারীদের মধ্যে রফিকুল, আনোয়ার, আনিমুল, জারিনা, আফরোজা রয়েছেন।

একসঙ্গে ১৩ জন বাংলাদেশি পুলিশের জালে, ২ বছর ধরে অবৈধ ভাবে বসবাসএকসঙ্গে ১৩ জন বাংলাদেশি পুলিশের জালে, ২ বছর ধরে অবৈধ ভাবে বসবাস
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 May 2025,
  • अपडेटेड 5:01 PM IST
  • পুলিশ ধৃতদের সকলকেই FRRO-এর কাছে হস্তান্তর করেছে
  • যেখান থেকে তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে

দিল্লির আউচন্ডি এলাকা থেকে ১৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই সকল বাংলাদেশি ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাঁরা সকলেই দিল্লির আউচন্ডি এলাকায় থাকতেন এবং কাছাকাছি শ্রমিক হিসেবে কাজ করতেন। যখন থেকে পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি জোরদার করেছে, তখন থেকেই তাঁরা সকলেই লুকিয়ে থাকছিলেন। যদিও শেষ পর্যন্ত সকলেই ধরা পড়ে যায়। পুলিশ যখন তাঁদের মোবাইল চেক করে, তখন অনেক বাংলাদেশি নম্বর পাওয়া যায়, এছাড়াও বাংলাদেশি কাগজপত্রও পাওয়া যায়।

পুলিশ ধৃতদের সকলকেই FRRO-এর কাছে হস্তান্তর করেছে। যেখান থেকে তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধরা পড়া অনুপ্রবেশকারীদের মধ্যে রফিকুল, আনোয়ার, আনিমুল, জারিনা, আফরোজা রয়েছেন।

বাংলাদেশ থেকে দিল্লি

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানিয়েছে যে জলিল নামে একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি বাংলাদেশ থেকে দিল্লিতে আসতে তাঁদের সাহায্য করেছিলেন। জলিলের পরামর্শে তাঁরা প্রথমে একটি বাস ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে আসেন। সেখান থেকে তাঁদের এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে কোনও বেড়া ছিল না। সেখান থেকে তাঁরা সহজেই ভারতে প্রবেশ করেন এবং তারপর একটি অটো নিয়ে কোচবিহারে যান। কোচবিহার স্টেশন থেকে জলিল সবার জন্য দিল্লির টিকিট বুক করে দেন। তারপর সেখান থেকে জলিল বাংলাদেশে ফিরে যান। এই ১৩ জন ট্রেনে চেপে দিল্লিতে পৌঁছন।

দিল্লিতে ট্রেন থেকে নেমে সবাই হরিয়ানার উদ্দেশ্যে বাসে ওঠেন এবং সেখানে পৌঁছনোর পর একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। প্রায় ১ বছর সেখানে কাজ করার পর সবাই দিল্লিতে আসেন। এখানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

Read more!
Advertisement
Advertisement