Advertisement

Vote Chori: রাহুল-প্রিয়াঙ্কা সহ INDIA MP-দের প্রিজন ভ্যানে তুলল দিল্লি পুলিশ, ব্যারিকেডের উপর চড়লেন মহুয়া-অখিলেশ

SIR নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে নামেন INDIA ব্লকের সাংসদরা। দিল্লি পুলিশের অনুমতি মেলেনি। তা সত্ত্বেও ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন তারা। ব্যারিকেডের উপর উঠে পড়েন অখিলেশ যাদব, মহুয়া মৈত্র। এরপর রাহুল-প্রিয়াঙ্কা সহ INDIA জোটের সাংসদদের আটক করে দিল্লি পুলিশ।

ইন্ডিয়া জোটের বিক্ষোভইন্ডিয়া জোটের বিক্ষোভ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 1:15 PM IST
  • দিল্লি পুলিশের হাতে আটক রাহুল-প্রিয়াঙ্কা সহ একাধিক INDIA ব্লকের সাংসদ
  • SIR নিয়ে কমিশন ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম
  • ব্যারিকেডের উপর উঠে পড়লেন মহুয়া-অখিলেশ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল INDIA  জোট। দিল্লির রাজপথে বিরোধী সাংসদরা নামতেই তোলপাড় রাজধানীতে। বিক্ষোভ, স্লোগানে পারদ চড়ল সংসদ ভবনের সামনে। দিল্লি পুলিশ এই অভিযানের কোনও অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিল করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদবরা নির্বাচন কমিশন দফতরের দিকে এগোতে শুরু করেন। তাঁদের আটকাতে বিরাট ব্যারিকেড দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু দেখা গেল সেই ব্যারিকেডের উপর উঠে পড়লেন অখিলেশ, মহুয়ারা। তারপরই এক এক করে রাহুল, প্রিয়াঙ্কা সহ সকলকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। জানা গিয়েছে, বিরোধী সাংসদদের আটক করে সংসদ মার্গ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। 

আটক হওয়ার পর রাহুল গান্ধী, 'এই লড়াই রাজনৈতিক নয়। এটা সংবিধান বাঁচানোর লড়াই। এখানে কারও কথা বলার অধিকার নেই। কথা বলেলই আটক। আমরা স্বচ্ছ ভোটার তালিকার লড়াই চালিয়ে যাবই।' তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘আজ বিরোধী জোটের প্রত্যেক সাংসদ নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদ করতে নেমেছেন। কারণ, যাঁরা দেশের নাগরিক, তাঁদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে কমিশন।’ তৃণমূল সাংসদদের প্রশ্ন, যদি ভোটার তালিকায় ভুলই থাকে, তা হলে ২০২৪-এ লোকসভা নির্বাচন কী ভাবে হলো? মুখ্য নির্বাচনী আধিকারিককে এর জবাব দিতে হবে। না হলে উনি পদ ছাড়ুন। 

সোমবার পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়লেন বিরোধী জোটে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের সাংসদেরা। রাস্তায় বসেই কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ তুলে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। বিভিন্ন ভাষার স্লোগান শোনা যায়। দেখা যায় দেশের বিভিন্ন ভাষায় লেখা পোস্টারও। প্রতিটি পোস্টারেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চেয়ার বসেছিলেন প্রবীণ সাংসদ শরদ পওয়ার, মল্লিকার্জুন খাড়গে।  অবস্থান তুলতে সাংসদদের আটক করা শুরু করে দিল্লি পুলিশ। আটক করে বড় বড় ৩টি বাসে তোলা হয় রাহুল, প্রিয়াঙ্কা, মহুয়া, ডেরেক, অখিলেশ, ডিম্পেল সহ একাধিক INDIA জোটের সাংসদদের।  

Advertisement

জানা গিয়েছে, প্রিজন ভ্যানে তোলার পর মহুয়া মৈত্র এবং মিতালী অসুস্থ হয়ে পড়েন। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কির জেরে অসুস্থ বোধ করেন তাঁরা। 

Read more!
Advertisement
Advertisement