Advertisement

PM Modi on Delhi Blast: দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কারা? ভুটান থেকে কড়া বার্তা মোদীর

ষড়যন্ত্রের পিছনে যারা আছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। মঙ্গলবার ভুটান থেকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজধানীতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

'এর পিছনে যারা আছে, তাদের বিচার হবে,' দিল্লি বিস্ফোরণ নিয়ে ভুটানে হুঙ্কার প্রধানমন্ত্রীর।'এর পিছনে যারা আছে, তাদের বিচার হবে,' দিল্লি বিস্ফোরণ নিয়ে ভুটানে হুঙ্কার প্রধানমন্ত্রীর।
Aajtak Bangla
  • 11 Nov 2025,
  • अपडेटेड 12:52 PM IST
  • ষড়যন্ত্রের পিছনে যারা আছে, তাদের ছেড়ে দেওয়া হবে না।
  • মঙ্গলবার ভুটান থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
  • সোমবার দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

ষড়যন্ত্রের পিছনে যারা আছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। মঙ্গলবার ভুটান থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজধানীতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে ভুটানের থিম্পুতে বক্তব্য রাখতে গিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, 'এই ষড়যন্ত্র যারা করেছে, তাদের রেয়াত করা হবে না। যারা দায়ী, তাদের আইনের আওতায় আসতেই হবে।'

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেদেশের রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে এই সফর। সেখানেই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মোদী বলেন, 'এই ঘটনা ভয়াবহ। যাঁদের পরিবার-পরিজন প্রাণ হারিয়েছেন, তাঁদের কষ্টটা আমি অনুভব করতে পারছি। এই কঠিন সময়ে সমগ্র দেশবাসী তাঁদের পাশে রয়েছেন।' তিনি আরও জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই তিনি এর তদন্তে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছেন। 'গতকাল সারারাত সমস্ত সংস্থার সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমরা এই ষড়যন্ত্রের মূল খুঁজে বের করবই।'

আরও পড়ুন

এরপরই ইংরাজিতে বলেন, 'All those responsible will be brought to justice.'

প্রসঙ্গত, মঙ্গলবারও দিল্লির লালকেল্লার আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়। বিস্ফোরণ স্থলের আশপাশ কর্ডন করে রাখা হয়েছে। ঘটনাস্থলে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক অনুমানে এটিকে পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা বলেই ধরা হচ্ছে। তবে কোনও সংগঠন এর পিছনে রয়েছে কিনা, তা এখনও পরিষ্কার নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই এনআইএ কে তদন্তভার দিয়েছে।

Read more!
Advertisement
Advertisement