প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে তাঁকে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ তৈরির করার প্রস্তাব উঠে এল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। শুক্রবার দিল্লিতে কংগ্রেস সদর দফতরে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সিপিপি সভাপতি সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা এবং সাংসদ রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতাদের উপস্থিতিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে এই বৈঠক ডাকা হয়।
বৈঠকে কংগ্রেস নেতারা আলোচনায় উঠে আসে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মর্যাদা অনুযায়ী শেষকৃত্য এবং স্মৃতিসৌধের জন্য উপযুক্ত জায়গা দেওয়া উচিত। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা বলা হচ্ছে।
কেন্দ্র সরকারকে একটি চিঠি লেখেন কংগ্রেস সভাপতি খাড়গে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। শেষকৃত্য ও দাহের জন্য উপযুক্ত জায়গা দেওয়ার আবেদন করেন। তাঁর চিঠিতে, খাড়গে লেখেন, শেষকৃত্য সেখানেই করা উচিত যেখানে তাঁর স্মৃতিসৌধ তৈরি করা যেতে পারে।
পরিবারের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা হচ্ছে
কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে বলেছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং মনমোহন সিংয়ের পরিবার স্মৃতিসৌধের জন্য সরকারের সঙ্গে আলোচনা করছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়সে মারা যান।
বৃহস্পতিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় দিল্লির ৩ মতিলাল নেহরু মার্গে তাঁর বাসভবনে। সকালে সেখানে পৌঁছন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বন্ধ রাখা হয় সমস্ত সরকারি কর্মসূচি। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করে কেন্দ্র সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর শ্রদ্ধাজ্ঞাপন সম্পন্ন করা হয়। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়। মনমোহন সিংয়ের দেহ শনিবার সকালে কংগ্রেস সদর দফতরে আনা হবে। ১০টার পরে রাজঘাটের কাছে শেষকৃত্য হতে পারে।