Advertisement

IndiGo সঙ্কট কাটাতে কী অ্যাকশন কেন্দ্রের? বিমান মন্ত্রী যা জানালেন

Indigo-কে শোকজ নোটিশ পাঠিয়েছে DGCA। বিমান বাতিলের পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান বাতিল ইস্যুতে মঙ্গলবার লোকসভায় মুখ খোলেন বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু। ইন্ডিগো সঙ্কট মোকাবিলায় সরকার কী পদক্ষেপে নিচ্ছে তা নিয়ে বিবৃতি দেন বিমান পরিবহনমন্ত্রী। বলেন, "নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা যাবে না। ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডুবিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 1:15 PM IST

Indigo-কে শোকজ নোটিশ পাঠিয়েছে DGCA। বিমান বাতিলের পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান বাতিল ইস্যুতে মঙ্গলবার লোকসভায় মুখ খোলেন বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু। ইন্ডিগো সঙ্কট মোকাবিলায় সরকার কী পদক্ষেপে নিচ্ছে তা নিয়ে বিবৃতি দেন বিমান পরিবহনমন্ত্রী। বলেন, "নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা যাবে না। ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

এদিন তিনি বলেন, "বিমান স্বাভাবিকভাবে চলাচল করছে। কিছুদিনের মধ্যেই জবাবদিহি করে সমস্যার কারণ দেখা হবে। ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনও যাত্রীকে নাজেহাল করার অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা যাবে না।  নিরাপত্তার মানদণ্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইন্ডিগো সমস্ত মানদণ্ড মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছে।"

তাঁর আরও হুঁশিয়ারি, "যত বড় এয়ারলাইন্সই হোক না কেন, পরিকল্পনার ব্যর্থতার জন্য যাত্রীদের ভোগান্তি হলে তা সহ্য করা যাবে না। অ-সম্মতি বা আইনগত বিধান না মেনে যাত্রীদের এই ধরনের ভোগান্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

DGCA ইন্ডিগোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে DGCA। 

আটদিন কাটলেও এখনও কাটেনি Indigo-র বিমান সঙ্কট। আজ সারা দেশে প্রায় ৫০০টি বিতাল বাতিল করা হয়েছে। যাত্রীদের অসুবিধা ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে ৪,৫০০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। যদিও ইন্ডিগোর তরফে বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবুও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

এদিন, বিমান পরিবহন মন্ত্রক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন বিমানবন্দরে পাঠিয়েছে। জনসাধারণের সহায়তার জন্য গৃহীত সমস্ত পদক্ষেপ পর্যবেক্ষণ করার জন্য এই কর্মকর্তারা আগামী ২-৩ দিন সেখানে থাকবেন।

Read more!
Advertisement
Advertisement