Advertisement

Died Mosquito Coil: মর্মান্তিক! মশা মারার কয়েল জ্বালিয়ে ঘুম, দম আটকে মৃত ৬

দিল্লিতে মশার কয়েলের জেরে মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, শ্বাসরোধে মৃত্যু হয়েছে ওই ৬ জনের। প্রাথমিক তথ্য অনুযায়ী, মশার কয়েলের কারণে বালিশে আগুন লেগেছে। আগুনে পুড়ে মারা গেছে ২ জন। এবং শ্বাসরোধে মারা গেছে ৪ জন।

প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 31 Mar 2023,
  • अपडेटेड 2:55 PM IST
  • দিল্লিতে মশার কয়েলের জেরে মৃত্যু হল ৬ জনের।
  • ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়।

দিল্লিতে মশার কয়েলের জেরে মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, শ্বাসরোধে মৃত্যু হয়েছে ওই ৬ জনের। প্রাথমিক তথ্য অনুযায়ী, মশার কয়েলের কারণে বালিশে আগুন লেগেছে। আগুনে পুড়ে মারা গেছে ২ জন। এবং শ্বাসরোধে মারা গেছে ৪ জন।

কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল পরিবারটি। এরপর কয়েলের কারণে বালিশে আগুন ধরে যায়। আগুনে পুড়ে মারা যায় ২ জন এবং শ্বাসরোধে মারা যায় ৪ জনের। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-ইন্দোরের মন্দিরে দুর্ঘটনার ২০ ঘণ্টা পার, কুয়োয় পড়ে মৃত বেড়ে ৩৫

পতঙ্গবিদদের দাবি, পাল্টে যাচ্ছে ডেঙ্গি-বাহক মশার স্বভাব। জিনগত পরিবর্তনের ফলেই এডিস মশার বৃদ্ধি আটকাতে পারছে না প্রচলিত কীটনাশকও। এই পরিস্থিতিতে ডেঙ্গি প্রতিরোধে জনসচেতনতায় জোর দিচ্ছেন পতঙ্গ বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, মার্চ মাস পর্যন্ত যেসব এলাকায় গালিপিট, ক্যানাল, খাল, নোংরা জলের ডোবা যে এলাকাগুলিতে থাকে, সেখানে কিউলেক্স মশার উপদ্রব বাড়তে থাকে। বাড়া শুরু হয় নভেম্বর থেকেই। সেই বাড়বাড়ন্ত মার্চে সর্বোচ্চ হয়। যেকারণে কিউলেক্স মশার আর এক নাম মার্চ মসকিউটো। 

কিউলেক্স মশা যেখানে জন্মাচ্ছে, সেখান থেকে ৫ কিলোমিটার দূরে উড়ে যেতে পারে। পুরসভার উচিত খোলা ড্রেনগুলো পরিস্কার করা। লার্ভিসাইড স্প্রে করা। খোলা ক্যানালের পারেও স্প্রে করতে হবে। এবং জল কোনওভাবেই জমতে দেওয়া হবে না। রাস্তাধারের গালিপিটগুলো পরিস্কার করতে হবে। ওগুলোই মশার আতুঁড়ঘর।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement