Advertisement

Indian Railways: ইন্ডিগো সংকটে অ্যাকশনে রেল, বাড়তি কোচ লাগছে ট্রেনে, কোন রুটে পরিষেবা?

একের পর এক ফ্লাইট ক্যানসেল করছে বিমান সংস্থা ইন্ডিগো। আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে নামল ভারতীয় ট্রেন। তাদের পক্ষ থেকে একাধিক ট্রেনে ১১৬টি বাড়তি কোচ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে। আবার পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে সবরমতী এবং দিল্লি জংশনের মধ্যে বিশেষ ভাড়ায় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালানো হবে। ট্রেন নম্বর ০৯৪৯৭/০৯৪৯৮ সবরমতী-দিল্লি জংশন সুপারফাস্ট স্পেশালের ৪টি ট্রিপ চলবে।

ত্রাতার ভূমিকায় রেলত্রাতার ভূমিকায় রেল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Dec 2025,
  • अपडेटेड 8:51 AM IST
  • একের পর এক ফ্লাইট ক্যানসেল করছে বিমান সংস্থা ইন্ডিগো
  • এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে নামল ভারতীয় ট্রেন
  • তাদের পক্ষ থেকে একাধিক ট্রেনে ১১৬টি বাড়তি কোচ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে

একের পর এক ফ্লাইট ক্যানসেল করছে বিমান সংস্থা ইন্ডিগো। আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে নামল ভারতীয় ট্রেন। তাদের পক্ষ থেকে একাধিক ট্রেনে ১১৬টি বাড়তি কোচ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে। আবার পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে সবরমতী এবং দিল্লি জংশনের মধ্যে বিশেষ ভাড়ায় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালানো হবে। ট্রেন নম্বর ০৯৪৯৭/০৯৪৯৮ সবরমতী-দিল্লি জংশন সুপারফাস্ট স্পেশালের ৪টি ট্রিপ চলবে।

আসলে ইন্ডিগোর ফ্লাইট ক্যানসেল হওয়ার পর থেকেই যাত্রীরা সমস্যায় পড়েছেন। বিশেষত, দিল্লি থেকে আহমেদাবাদ ফেরার জন্য চলছে হুড়োহুড়ি। আর এই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এল ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে সবরমতী থেকে দিল্লি পর্যন্ত ট্রেন ঘোষণা করা হয়েছে।

৩৭টি প্রিমিয়াম ট্রেনে বাড়ানো হয়েছে ১১৬টি কোচ

ফ্লাইট ক্যানসেল হওয়ায় অনেকেই ট্রেনে ফিরতে চাইছেন। তবে সেখানে সিট না থাকায় সমস্যা বাড়ছে। যদিও এই পরিস্থিতির সমাধানে লেগে পড়েছে ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে ৩৭টি প্রিমিয়াম কোচে বাড়তি ১১৬টি কোচ জুড়ে দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এর ফলে সারা দেশের ১১৪টি রেল ট্রিপে বেশি যাত্রী বহন করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রেলমন্ত্রক সূত্রে খবর, সবথেকে বেশি কোচ জোড়া হয়েছে দক্ষিণ রেলওয়েতে। সেখানে ১৮টি ট্রেনের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, 'বাড়তি চেয়ারকার এবং স্লিপার কোচ জোড়া হয়েছে বেশি ডিমান্ড থাকা রুটে। ৬ তারিখ থেকেই নতুন পরিষেবা মিলবে পশ্চিম রেলওয়েতে।'

এই বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর রেলওয়ে। তাদের ৮টি ট্রেনে বাড়ানো হয়েছে কোচের সংখ্যা। আর এই ট্রেনগুলি সবকটিই উত্তর ভারতে চলে বলে জানান হয়েছে।

পশ্চিম রেলে আবার ৩ এসি এবং ২ এসি কোচ বাড়ানো হয়েছে ৪টি হাই ডিমান্ড ট্রেনে। ৬ ডিসেম্বর থেকেই মিলবে পরিষেবা বলে জানা গিয়েছে।

আবার পূর্ব রেলের তিনটি ট্রেনে বাড়ানো হয়েছে কোচের সংখ্যা। স্লিপার ক্লাসের কোচ বাড়ানো হয়েছে। এই পরিষেরা ডিসেম্বর ৭ এবং ৮ থেকে বাংলা তথা পূর্ব ভারতে মিলবে বলেই জানা গিয়েছে।

Advertisement

এছাড়া পূর্ব মধ্য রেলে রাজেন্দ্রনগর-দিল্লি ট্রেনে ২এসি কোচ বৃদ্ধি করা বয়েছে। এখানে পরিষেবা মিলবে ৬ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে।

ও দিকে আবার উত্তরপূর্ব ফ্রন্টায়ার রেলওয়েতে ২টি ট্রেনে স্লিপার কোচ এবং নন এসি কোচ বাড়ানো হয়েছে। পরিষেবা মিলবে ৬ এবং ১৩ ডিসেম্বর।

এই বিষয়ে আরও তথ্য পেতে চাইলে নিকটবর্তী স্টেশনের ইনকুয়ারিতে যোগাযোগ করুন। তারা আপনাকে নির্দিষ্ট ট্রেন সম্পর্কে জানিয়ে দেবে।

Read more!
Advertisement
Advertisement