Advertisement

Durg-Puri Express: পুরী এক্সপ্রেসের এসি কামরায় আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা, হতাহতের খবর নেই

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। সেই ধাক্কা এখনও কাটেনি। তারমধ্যেই ফের বৃহস্পতিবার রাতে সেই ওড়িশারই খারিয়ার রোড স্টেশনে অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল দুর্গ-পুরী এক্সপ্রেস। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ, ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কামরায় আগুন লেগে যায়। সেই সময় ট্রেনটি ওড়িশার নোয়াপাড়া জেলার খারিয়ার রোড স্টেশনের কাছে ছিল।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • ওড়িশা,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 9:51 AM IST
  • ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে।
  • সেই ধাক্কা এখনও কাটেনি।

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। সেই ধাক্কা এখনও কাটেনি। তারমধ্যেই ফের বৃহস্পতিবার রাতে সেই ওড়িশারই খারিয়ার রোড স্টেশনে অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল দুর্গ-পুরী এক্সপ্রেস। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ, ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কামরায় আগুন লেগে যায়। সেই সময় ট্রেনটি ওড়িশার নোয়াপাড়া জেলার খারিয়ার রোড স্টেশনের কাছে ছিল।

জানা গিয়েছে, আগুন লাগে ট্রেনের বি৩ কামরায়। তবে ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

একই দিনে প্রকাশিত একটি বিবৃতিতে, ECoR বলেছে, "ব্রেক প্যাডগুলি ঘর্ষণ এবং ব্রেকগুলির অসম্পূর্ণ মুক্তির কারণে আগুন ধরেছিল। আগুনটি ব্রেক প্যাডেই সীমাবদ্ধ ছিল। কোনও ক্ষতি হয়নি।"

বৃহস্পতিবার সন্ধ্যায় খারিয়ার রোড স্টেশনে পৌঁছতেই ট্রেনের বি৩ কোচে ধোঁয়া ধরা পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ এক ঘন্টারও কম সময়ের মধ্যে সমস্যার সমাধান করেছে এবং ট্রেনটি ১১টায় স্টেশন ছেড়েছে। ধোঁয়া দেখা দিলে অনেক যাত্রী ট্রেন থেকে ছুটে আসেন, যার ফলে বেশ কয়েকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement