Advertisement

DU-এর ছাত্র ভোটে গেরুয়া ঝড়, 'রাহুলকে আয়না দেখাল Gen Z', বলল BJP

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ভোট। ৫০টি কলেজের আড়াই লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ভোট দিয়েছেন। ৫২টি কেন্দ্রে বুথ ছিল ১৯৫টি। ভোটগ্রহণ হয়েছে ৭১১টি ইভিএমে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে এবিভিপির জয়দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে এবিভিপির জয়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 4:26 PM IST
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপির জয়।
  • তিনটি গুরুত্বপূর্ণ পদ দখল করল গেরুয়া ছাত্র সংগঠন।

২০২৩ সালের পর ২০২৫। আবারও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ভোটের রং গেরুয়া। বিরাট জয় পেল এবিভিপি। সভাপতি, সম্পাদক, যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে নিল সঙ্ঘের ছাত্র সংগঠন। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই পেল সহ-সভাপতির পদ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ভোট। ৫০টি কলেজের আড়াই লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ভোট দিয়েছেন। ৫২টি কেন্দ্রে বুথ ছিল ১৯৫টি। ভোটগ্রহণ হয়েছে ৭১১টি ইভিএমে। ছাত্র সংগঠনের ৪টি প্রধান পদের জন্য ভোটের ময়দানে নেমেছিলেন ২১ জন প্রার্থী। এর মধ্যে ৯জন সভাপতি পদের জন্য লড়াই করছিলেন। শুক্রবার ফলপ্রকাশের পর দেখা গেল এবিভিপির দাপট।     

প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেন এবিভিপির আরিয়ান মান। সম্পাদক কুণাল চৌধরি এবং যুগ্ম-সম্পাদক দীপিকা ঝা। সহ-সভাপতি হলেন এনএসইউআই-এর রাহুল ঝানসলা। 

দেশের রাজধানীর বুকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটের ফল বেশ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবারই 'ভোট চুরি' রুখতে দেশের জেন-জিকে এগিয়ে আসার আহ্বান করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অতিসম্প্রতি বাংলাদেশ ও নেপালে জেন-জি আন্দোলনের জেরেই ক্ষমতার বদল হয়েছে। তার আগেই রাহুলের বিরুদ্ধে বাংলাদেশ এবং নেপালের মতো ভারতেও অস্থিরতা তৈরির পরিকল্পনা করার অভিযোগ করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। স্বাভাবিকভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটের ফলে উল্লসিত পদ্মশিবির। এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব লিখেছেন,'কংগ্রেসকে আয়না দেখাল দিল্লির জেন জি। রাহুল গান্ধী বুঝতে পারলেন, মিথ্যা ও অপ্রচার করে দেশের যুব সমাজকে বিভ্রান্ত করা যাবে না'।

 

দিল্লির ছাত্র নির্বাচনেও উঠেছিল ভোট চুরির অভিযোগ। এনএসইউআই-এর জোসেলিন এবিভিপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছিলেন। হংসরাজ কলেজ এবং কিরোরি মালে ইভিএমে কারচুপির অভিযো ওঠে। যা ভিত্তিহীন বলে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। 

TAGS:
Read more!
Advertisement
Advertisement