প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্ধারিত সময় পার হলেও এখনও সরকারি বাসভবন খালি না করায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠিয়ে বাংলোটি জরুরি ভিত্তিতে খালি করার অনুরোধ জানানো হয়েছে।
দিল্লির ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের ‘টাইপ এইট’ শ্রেণির সরকারি বাংলোটি দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্ধারিত। ২০২৪ সালের নভেম্বরে অবসর নেওয়ার পর থেকেই এই বাংলোতে রয়েছেন চন্দ্রচূড়। অথচ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, কোনও বিচারপতি অবসরের পরে ছ’মাস পর্যন্ত শুধুমাত্র ‘টাইপ সেভেন’ বাংলোতেই থাকতে পারেন।
চন্দ্রচূড় জানিয়েছেন, তাঁর দুই কন্যা গুরুতর অসুস্থ। তাঁদের দিল্লি এইমসে চিকিৎসার জন্যই তিনি এই বাংলোতে থাকছেন। তিনি সুপ্রিম কোর্টকে এই পরিস্থিতির কথা জানিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, সরকার নির্ধারিত নতুন বাংলোটি (১৪ নম্বর তুঘলক রোড) বসবাসযোগ্য হলেই তিনি তা খালি করবেন। কিন্তু ওই নতুন বাংলোর সংস্কারের কাজ এখনও শেষ হয়নি।
এদিকে আবাসন মন্ত্রক আগেই জানিয়ে দিয়েছে, চন্দ্রচূড় চাইলে মাসিক লাইসেন্স ফি দিয়ে ওই বাংলোতে থাকতে পারেন। তবু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নিয়ে চিঠি পাঠানো, এবং প্রাক্তন প্রধান বিচারপতিকে বাসভবন খালি করার অনুরোধ, নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই।এখন দেখার, এই পরিস্থিতি কবে এবং কীভাবে নিষ্পত্তি হয়।