বুধবার বেলায় ভূমিকম্প দেশের রাজধানী এবং সংলগ্ল অঞ্চলে! বেলা ১২টা ৫৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি এবং এনসিআর-এ। কম্পনের কেন্দ্র পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
মৃদু কম্পন অনুভূত হয়েছে দিল্লি এবং উত্তর ভারতের কিয়দংশে। রিখটার স্কেলে মাত্রা ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান অঞ্চলের কাছে মাটির ১০ কিলোমিটার গভীরে। এর ফলে পাকিস্তানের লাহোর, মুলতান, ফৈজালাবাদ এবং হাফিজাবাদে কম্পন অনুভূত হয়েছে।
এ দিন কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব ও জম্মু কাশ্মীরেও। কেঁপে উঠেছে আফগানিস্তানও। গত দুই সপ্তাহে দ্বিতীয়বার দিল্লি এবং এনসিআরে কম্পন অনুভূত হয়েছে। গত ২৯ অগাস্ট ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তানে ভূপৃষ্ট থেকে ২৫৫ কিলোমিটার গভীরে।
পৃথিবীর অভ্যন্তরে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি অনবরত ঘুরতে থাকে। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়। যখন তারা একে অপরের উপর উঠে যায় বা দূরে সরে যায়, তখন মাটি কাঁপতে শুরু করে। একে ভূমিকম্প বলে। ভূমিকম্প পরিমাপ করতে রিখটার স্কেল ব্যবহার করা হয়। যাকে বলা হয় রিখটার ম্যাগনিটিউড স্কেল।
রিখটার মাত্রার স্কেল থাকে ১ থেকে ৯ পর্যন্ত। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তার কেন্দ্র অর্থাৎ কেন্দ্রস্থল থেকে। ওই কেন্দ্র থেকে যে শক্তি বের হয় তা এই স্কেলে পরিমাপ করা হয়। ১ মানে কম তীব্রতা। সর্বোচ্চ মাত্রা ৯। সর্বোচ্চ মাত্রায় ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক তরঙ্গ বের হয়। রিখটার স্কেলে তীব্রতা ৭ হলে চারপাশের ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তীব্র প্রভাব পড়ে।