লোকাল ট্রেনের যাত্রীরা যাতে টিকিট কেটে ট্রেনে চড়েন, সেই বার্তা দিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের যাত্রীদের এবার পরিবেশরক্ষায় বিদ্যুতের ব্যবহার সম্পর্ক সচেতন হওয়ার আবেদন করল তারা। লোকাল ট্রেনে চড়ে অনেকেই দূরের শেষ স্টেশনে নামেন। কিন্তু সব যাত্রী শেষ স্টেশন পর্যন্ত যান না। ফলে একটা সময়ের পরে লোকাল ট্রেনের সব কামরা খালি হয়ে যায়। কিন্তু তখনও লোকাল ট্রেনের কামরায় ফ্যান ও আলো জ্বলতে থাকে। এর ফলে বিদ্যুতের অপচয় হয়। তাই যাত্রীদের উদ্দেশে রেলের বার্তা, বিদ্যুৎ খরচ কম করুন। দরকার না হলে আলো ও পাখা বন্ধ করে দিনয।
পূর্ব রেলের তরফে বলা হয়েছে,'ট্রেন থেকে নামার সময় ফ্যানের সুইচ বন্ধ করুন। দিনের বেলায় পর্যাপ্ত সূর্যালোক থাকলে আলোর সুইচও বন্ধ করুন । বিদ্যুৎ সংরক্ষণকে গুরুত্ব দিন। সমস্ত যাত্রীরা ট্রেনে ভ্রমণ করার সময় বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। এই উদ্যোগের লক্ষ্য হল, বিদ্যুতের অপচয় কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এজন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ'।
ঠিক কী বার্তা দিয়েছে পূর্ব রেল?
১। অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখুন- দিনের বেলায় যখন প্রাকৃতিক আলো পর্যাপ্ত, তখন আলো জ্বালাবেন না।
২। অতিরিক্ত পাখা বন্ধ রাখুন- ট্রেনের আসন যাত্রীরা না থাকলেও ফ্যান চলে যায়। যাত্রী না থাকলে পাখা বন্ধ রাখুন ।
৩। ইলেকট্রনিক ডিভাইসের সচেতন ব্যবহার- ট্রেনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় চার্জিং সম্পূর্ণ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেন,'বৈদ্যুতিক শক্তি সংরক্ষণের জন্য যাত্রীদের সচেতন পদক্ষেপ করতে হবে। একদিকে, বিদ্যুৎ খরচ কমানো যাবে তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষাও সম্ভব হবে' ৷