দিল্লির আবগারি নীতিতে অনিয়ম। বুধবার আম আদমি পার্টির(AAP) সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। আবগারি নীতি ২০২১-২২ ভঙ্গের অভিযোগ রয়েছে আপ সাংসদের বিরুদ্ধে।
দিল্লির আবগারি নীতির সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপির মামলায় সঞ্জয় সিংকে এদিন জেরা করা হচ্ছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকে প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে AAP সাংসদের ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার চার্জশিটে সঞ্জয় সিংয়ের নাম উল্লেখ করেছে। তদন্ত সংস্থা জানিয়েছে, দীনেশ অরোরা নামে এক মধ্যস্থতাকারীর কথায়, তাঁর রেস্তোরাঁ, 'আনপ্লাগড কোর্টইয়ার্ডে' একটি পার্টি চলাকালীন তিনি সঞ্জয় সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন।
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তাঁর দলের সাংসদের উপর ইডির এই অভিযানের তীব্র নিন্দা করেন। তাঁর দাবি, কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি থেকেই এটি করা হয়েছে। তিনি বলেন, 'বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের ভয়ে এমন মরিয়া চেষ্টা চালাচ্ছে।'
AAP-এর অভিযোগ, সংসদে আদানির বিষয়ে মুখ খুলেছেন সঞ্জয় সিং। আর সেই কারণেই ইডি-র মাধ্যমে তাঁকে হেনস্থা করা হচ্ছে।
শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী X অ্যাকাউন্টে লেখেন, 'বিজেপির একমাত্র নির্ভরশীল বন্ধু ইডি, আইটি, সিবিআই। সঞ্জয় সিং জিসের বাড়িতে যে অভিযান চালানো হচ্ছে তা নিন্দনীয়। এটি ভয় দেখানোর কৌশল ছাড়া কিছুই নয়।'
ইডি অভিযানের বিষয়ে, আপ মুখপাত্র, রীনা গুপ্তা বলেন, 'সঞ্জয় সিং আদানি ইস্যু এবং তাঁর কোম্পানিতে বিনিয়োগ করা কালো টাকা নিয়ে সোচ্চার হওয়ার ফলেই ইডির এই অভিযান। ওরা আগেও কিছু খুঁজে পায়নি, খুঁজে পাবেও না। আমরা কেউই ভয় পাই না।'