Advertisement

Rajasthan School Roof Collapse: রাজস্থানে ছাদ ভেঙে ৭ পড়ুয়ার মৃত্যুতে নড়ল টনক, স্কুলে স্কুলে হবে সুরক্ষা অডিট

রাজস্থানের একটি স্কুলে ছাদ ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই লক্ষ্যে সুরক্ষা অডিট শুরু করার নির্দেশ কেন্দ্রের।

রাজস্থানে ভেঙে পড়ে স্কুলের ছাদ রাজস্থানে ভেঙে পড়ে স্কুলের ছাদ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Jul 2025,
  • अपडेटेड 9:50 AM IST
  • রাজস্থানের স্কুলে ছাদ ভেঙে ৭ শিশুর মৃত্যু
  • টনক নড়ল প্রশাসনের
  • সুরক্ষা অডিট হবে স্কুলে স্কুলে

সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির স্কুলে স্কুলে আপৎকালীন সুরক্ষা অডিটের নির্দেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই অডিট আবশ্যক বলে জানানো হয়েছে। রাজস্থানের একটি স্কুলে ছাদ ভেঙে ৭ পড়ুয়ার মৃত্যুর ঘটনার পরই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। 

শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের স্কুলে স্কুলে সুরক্ষা অডিটের বিস্তৃত পরিকল্পনা এবং পরামর্শ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। সব স্কুলগুলিকে এবার নিজস্ব সুরক্ষা অডিটের প্ল্যানিং করতে হবে। যার মধ্যে থাকবে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, পড়ুয়াদের মেন্টাল হেলথ ইত্যাদি। 

কী কী পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে?
সুরক্ষা ব্যবস্থা: শিশুদের স্কুলে সর্বদাই সমস্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা প্রয়োজন। আপৎকালীন পরিস্থিতিতে কোন দিশায় নিরাপদে শিশুদের বের করে আনা সম্ভব হবে, সেই নিয়ে অডিট করা উচিত। ফায়ার সেফটি, এমারজেন্সি এক্সটি, ইলেকট্রিক ওয়্যার সহ বিভিন্ন বন্দোবস্ত রয়েছে কি না, তা জানা আবশ্যক।

সচেতনতা ও প্রশিক্ষণ: স্কুলের সমস্ত কর্মচারি এবং পড়ুয়াদের আপৎকালীন পরিস্থিতিতে সুরক্ষিত থাকার প্রশিক্ষণ দেওয়া উচিত।দমকল, পুলিশ এবং চিকিৎসা কেন্দ্রের সহায়তায় মক ড্রিলের ব্যবস্থা হতে পারে স্কুলে।

মানসিক স্বাস্থ্য: শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও গুরুত্ব দেওয়া উচিত। স্কুলের কাউন্সেলিংয়ের বন্দোবস্ত থাকা প্রয়োজন।

সতর্কীকরণ: যে কোনও খারাপ পরিস্থিতি কিংবা ঘটনার সূচনা ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে জানানো প্রয়োজন। গাফিলতি হওয়া বাঞ্ছনীয় নয়। 

কী হয়েছিল রাজস্থানে?

রাজস্থানের ঝালাওয়ারে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ে স্কুলের ছাদ। ধ্বংসস্তূপের নীচে বহু শিশু চাপা পড়ে যায়। ৭ জনের মৃত্যু হয় এই মর্মান্তিক দুর্ঘটনায়। ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে। 

 

Read more!
Advertisement
Advertisement