Advertisement

Uttar Pradesh Blast : কানপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুটারে বিরাট বিস্ফোরণ, ঝলসে গেল ৮ জন

কানপুরের মেস্টন রোডে রাস্তার ধারে দুটো স্কুটার পার্ক করা ছিল। সেখানেই হঠাৎ বিস্ফোরণ হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আহত হন। ছিটকে পড়েন অনেকটা দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।

kanpur blast kanpur blast
Aajtak Bangla
  • কানপুর ,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 9:42 PM IST
  • কানপুরে বড়সড় বিস্ফোরণ
  • গুরুতর আহত একাধিক

উত্তরপ্রদেশের কানপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুটারে বিস্ফোরণ। ঝলসে গেল ৮ জনের দেহ। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

কানপুরের মেস্টন রোডে রাস্তার ধারে দুটো স্কুটার পার্ক করা ছিল। সেখানেই হঠাৎ বিস্ফোরণ হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আহত হন। ছিটকে পড়েন অনেকটা দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি উরসুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাই সেখানে চিকিৎসাধীন। 

বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কাছের মারকাজ মসজিদের দেওয়ালও ভেঙে পড়ে। কোথা থেকে বিস্ফোরণ হয়েছে তা প্রাথমিকভাবে বুঝতে পারেননি পথচলতি লোকজন। তবে পরে পুলিশ দাবি করে, রাস্তার ধারে পার্ক করা একটি স্কুটার থেকে বিস্ফোরণটি হয়। সূত্রের খবর,স্কুটার মালিককে শনাক্ত করা গেছে। তবে গ্রেফতার বা আটক করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের যানবাহনেরও ক্ষতি হয়। একজন জানান, বিস্ফোরণের শব্দ প্রায় ৫০০ মিটচার দূর থেকেও শোনা যায়। 

তবে কী কারণে এত বড় বিস্ফোরণ তা এখনও পরিষ্কার নয়। পুলিশের যুগ্ম কমিশনার আশুতোষ কুমার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে। প্রত্যক্ষদর্শীদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত বিস্ফোরণ তা এখনই বলা সম্ভব নয়। 

সামনেই দীপাবলি। অনেকেই দাবি করছেন, স্কুটারের মধ্যে নিষিদ্ধ বাজি মজুত ছিল। তা থেকেই বিস্ফোরণ। যদিও এবিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। স্কুটার থেকে কিছু উদ্ধার হয়েছে কি না সেটাও জানা যায়নি।  
 
 

 

Read more!
Advertisement
Advertisement