বিহারের পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এহেন আবহে আপডেট মিলল জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। বাংলা সহ দেশজুড়ে SIR (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) চালু হয়ে যাচ্ছে অক্টোবর থেকে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই SIR প্রক্রিয়া শুরু হয়ে যাবে অক্টোবর থেকে।
দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে সকলেই সহমত পোষণ করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে SIR সম্পর্কিত যাবতীয় নথিপত্র যাচাইয়ের কাজ সেরে ফেলতে হবে, এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর অক্টোবর থেকে শুরু হয়ে যাবে SIR।
বিহারে নির্বাচন শেষের আগেই সম্ভবত দেশজুড়ে SIR চালুর আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকরা তাঁদের রিপোর্ট জমা দিলেই ফাইনাল তারিখ জানিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন।
ভোটার লিস্ট আপডেট করবে কমিশন
নির্বাচন কমিশনের মতে, SIR এর সাহায্যে শুধু নতুন ভোটার তালিকা আপডেটই হবে না, নির্বাচন প্রক্রিয়ায় মানুষের আস্থা ও ভরসাও আরও বাড়বে। বিভিন্ন রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকদের (CEO) সামনে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে একাধিক সেশনে SIR-এর প্রস্তুতি নিয়ে বিশদ প্রেজেন্টেশন দেওয়া হয়। কমিশন নির্দেশ দিয়েছে, প্রতিটি রাজ্যকে ভোটার যাচাইয়ের জন্য জমা নেওয়া নথির আলাদা তালিকা তৈরি করতে হবে।
রাজ্যভেদে আলাদা নথি লাগবে
প্রতিটি রাজ্যে স্থানীয়ভাবে স্বীকৃত এবং সহজলভ্য নথির ভিত্তিতেই এই তালিকা তৈরি হবে। আলাদা রাজ্যে আলাদা ধরনের নথি মান্য হবে। যেমন,
আদিবাসী সংখ্যাগরিষ্ঠ রাজ্যে বিশেষ শংসাপত্র
উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাজ্যে ভিন্ন ধরনের পরিচয়পত্র
সমুদ্রতীরবর্তী রাজ্যে আবাসন বা পরিচয়ের বিশেষ নথি
এমনকী অনেক রাজ্যে আঞ্চলিক স্বশাসিত বোর্ড বা স্থানীয় সংস্থা থেকেও এসব প্রমাণপত্র দেওয়া হয়।
ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ
২৫ জুন থেকে শুরু হওয়া SIR প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে। প্রথম ধাপে ১ অগাস্টে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ছিল ৭ কোটি ২৪ লক্ষ নাম। এটি আগের তালিকার তুলনায় ৬৫ লক্ষ কম। ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সময়কালে মোট ১৬ লক্ষ ৫৬ হাজার ৮৮৬ জন নতুন নাম তোলার আবেদন করেছেন। এ ছাড়া ২ লক্ষ ১৭ হাজার ৪৯ জন নাম বাদ দেওয়ার আবেদন করেছেন এবং ৩৬ হাজার ৪৭৫ জন তালিকায় সংশোধনের আবেদন জমা দিয়েছেন।