Tripura, Meghalaya, Nagaland Election Results 2023 Live Updates: ত্রিপুরা-নাগাল্যান্ডে ফিরছে BJP-ই , ত্রিশঙ্কু মেঘালয়

Aajtak Bangla | কলকাতা | 02 Mar 2023, 2:24 PM IST

Assembly Election Result 2023 Live Updates: উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে ২০২৩-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় এবং ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ এই তিন রাজ্যের ফল ঘোষণা।

Election Result 2023: চলছে ৩ রাজ্যের ভোট গণনা (প্রতীকী ছবি)

Assembly Election Result 2023 Live Updates: উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে ২০২৩-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় এবং ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ এই তিন রাজ্যের ফল ঘোষণা। সকাল ৮টায় থেকে ভোট গণনা শুরু হয়েছে। উত্তর-পূর্বের তিন রাজ্যের মোট ১৮০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি রাজ্যে ৬০টি করে বিধানসভা কেন্দ্র রয়েছে। উল্লেখ্য, ত্রিপুরা বর্তমানে বিজেপির দখলে রয়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে যথাক্রমে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (NDPP) এবং ন্যাশনাল পিপলস পার্টি (NPP) সরকার রয়েছে।

3:04 PM (2 years ago)

দুপুর ২টায় ট্রেন্ড

Posted by :- Madhurma Dev

ত্রিপুরায় শাসক দল বিজেপি ৩৪টি আসনে এগিয়ে রয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোট ১৪টি আসনে এগিয়ে রয়েছে। কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি মেঘালয়ে ২৬টি আসনে এগিয়ে রয়েছে। নাগাল্যান্ডে, বিজেপি-এনডিপিপি জোট জয়ের জন্য প্রস্তুত এবং ৩৯টি আসনে এগিয়ে রয়েছে।
 

 

3:00 PM (2 years ago)

মেঘালয়ের রাজাবালা আসনে তৃণমূল ১০ ভোটে জয়ী

Posted by :- Madhurma Dev

মেঘালয়ের রাজাবালা আসনে জিতে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। TMC এর মিজানুর রহমান কাজী NPP প্রার্থী আব্দুস সালেহকে ১০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

2:17 PM (2 years ago)

Tripura Election Result: মুখ্যমন্ত্রী মানিক সাহা জয়ী

Posted by :- Madhurma Dev

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টাউন বারদোয়ালি আসন থেকে নির্বাচনে জয়ী। ত্রিপুরায় বিজেপির মুখ হয়ে নির্বাচনে লড়েছেন মানিক সাহা।

2:08 PM (2 years ago)

চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় - কনরাড সাংমা

Posted by :- Madhurma Dev

মেঘালয়ে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা মিলছে না। তবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এগিয়ে রয়েছে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের তুলনায় আমাদের আসন কম। তবে আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি। যারা আমাদের ভোট দিয়েছেন তাদের আমরা ধন্যবাদ জানাই।

2:01 PM (2 years ago)

হেরে গেলেন সিএম কনরাড সাংমার ভাই

Posted by :- Madhurma Dev

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ভাই জেমস সাংমা হেরেছেন। তিনি দাদেংরে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিএমসি প্রার্থী রূপা মারাকের কাছে পরাজিত হন। কনরাড সাংমা গণনা কেন্দ্রে যাচ্ছেন। পুনঃগণনার দাবি জানাচ্ছেন।
 

1:40 PM (2 years ago)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ মানুষের কাছে পৌঁছেছে - কিরেন রিজিজু

Posted by :- Madhurma Dev

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্য, উত্তর-পূর্বে বিজেপির জয়ের অন্যতম কারণ হল মোদীজি যে কাজ করেছেন তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা যদি নির্বাচনে জয়ী হই, তার মানে আমরা জনগণের আস্থা পাচ্ছি।
 

1:21 PM (2 years ago)

ইতিহাস গড়ে প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

Posted by :- Madhurma Dev

৬০ বছরের প্রথমবার নাগাল্যান্ডে মহিলা বিধায়ক নির্বাচিত হলেন। এনডিপিপি প্রার্থী হেকানি জাখলু জয়ী হয়েছেন। তিনি নাগাল্যান্ড বিধানসভায় নির্বাচিত প্রথম মহিলা বিধায়ক।

1:20 PM (2 years ago)

তেমজেন ইমনা আলং-এর ট্যুইট

Posted by :- Madhurma Dev

নাগাল্যান্ডে বিজেপি জোট সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে যাবে বলে মনে হচ্ছে। এদিকে বিজেপির সাংসদ তেমজেন ইমনা আলং ট্যুইট করে লেখেন, যে হেরেও জিতে যায় তাকে বলে............... । তেমজেন এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আলংটাকি আসন থেকে এগিয়ে আছেন। শুরুতে তারা পিছিয়ে থাকলেও, অনেকটাই এগিয়েছে তাঁর দল।
 

12:38 PM (2 years ago)

Meghalaya Election Result: বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা শিলংয়ের পোলো গ্রাউন্ডের বাইরে জড়ো হয়েছেন

Posted by :- Madhurma Dev

মেঘালয়ে ভোট গণনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা রাজধানী শিলংয়ের পোলো গ্রাউন্ডের বাইরে জড়ো হতে শুরু করেছে। নির্বাচন কমিশনের মতে, ক্ষমতায় আসীন এনপিপি ২২টি আসনে এগিয়ে।

12:17 PM (2 years ago)

Nagaland Election Result: নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরছে বিজেপি-এনডিপিপি জোট

Posted by :- Madhurma Dev

নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি জোট আবার ক্ষমতায় ফিরবে বলে মনে করা হচ্ছে। ৩২টি আসনে এগিয়ে রয়েছে জোট। আর জিতেছে দুটি আসনে।

 

11:52 AM (2 years ago)

Tripura Election Result 2023: ECI অনুযায়ী বেলা সাড়ে ১১টা পর্যন্ত

Posted by :- Madhurma Dev
11:13 AM (2 years ago)

ত্রিপুরায় সবচেয়ে বড় দল বিজেপি

Posted by :- sumana

 ত্রিপুরায় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিজেপি ২৮টি আসনে এগিয়ে রয়েছে, ত্রিপুরা মোথা পার্টি ১১টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস ৬টি আসনে এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ১১টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনা এখনও চলছে।
 

10:47 AM (2 years ago)

Tripura Election Result 2023: প্রদ্যোত মাণিক্যের টিপরা মোথা ১৩টি আসনে এগিয়ে

Posted by :- Madhurma Dev

ত্রিপুরায় বিজেপির রণেভঙ্গ বামেদের। বিজেপি এখন মাত্র ২৬টি আসনে এগিয়ে রয়েছে। যদিও বামেরা ২০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রদ্যোত মাণিক্যের টিপরা মোথা ১৩টি আসনে এগিয়ে রয়েছে।

10:27 AM (2 years ago)

Tripura Election Results Live: ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে বিজেপি

Posted by :- Madhurma Dev

ত্রিপুরায় প্রবণতা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার পরিসংখ্যানে বিজেপি পিছিয়ে রয়েছে। এখন দলটি এগিয়ে রয়েছে মাত্র ২৯টি আসনে। ত্রিপুরায় রাজনৈতিক পাটিগণিত দ্রুত বদলে যাচ্ছে। বিজেপি ৪০টি আসনে এগিয়ে ছিল। তবে এখনও পর্যন্ত ৩০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩১টি আসন প্রয়োজন।

10:12 AM (2 years ago)

Nagaland Election Result: NDPP-এর মুখ্যমন্ত্রী নিফিউ রিও উত্তর আঙ্গামি-২ থেকে এগিয়ে

Posted by :- Madhurma Dev

নাগাল্যান্ড: রাজ্য বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং আলংটাকিতে লিডে আছেন। NDPP-এর মুখ্যমন্ত্রী নিফিউ রিও উত্তর আঙ্গামি-২ থেকে এগিয়ে।

10:09 AM (2 years ago)

Tripura Election Result 2023: ত্রিপুরায় ৩১টি আসনে এগিয়ে বিজেপি

Posted by :- Madhurma Dev

ত্রিপুরায় ৩১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বাম ১৪, টিএমপি ১৩টি আসনে এগিয়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বারদোয়ালি আসন থেকে এগিয়ে রয়েছেন।

9:58 AM (2 years ago)

Nagaland Election Result 2023: তেমজেন ইমনা আলংটাকিতে লিড করছেন

Posted by :- Madhurma Dev

নাগাল্যান্ডের বিজেপি প্রধান তেমজেন ইমনা আলংটাকি আসনে এগিয়ে রয়েছেন। ট্রেন্ড অনুযায়ী, বিজেপি-এনডিপিপি জোট অনেকটা এগিয়ে গেছে।

9:45 AM (2 years ago)

Tripura Election Result Update: ত্রিপুরার আদিবাসী আসনে এগিয়ে বিজেপি

Posted by :- Madhurma Dev

প্রাথমিক প্রবণতা অনুসারে, ত্রিপুরায় ৪০টি আসনে এগিয়ে থাকা বিজেপি আদিবাসী আসনে ভাল ফল করেছে। ক্ষমতা ধরে রাখার প্রত্যাশা রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার।

9:37 AM (2 years ago)

Meghalaya Result Update: দক্ষিণ তুরা থেকে এগিয়ে কনরাড সাংমা

Posted by :- Madhurma Dev

দক্ষিণ তুরা আসন থেকে এগিয়ে রয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সাংমার ন্যাশনাল পিপলস পার্টি ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করছে।  মরিয়া বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলিও। 

9:09 AM (2 years ago)

Nagaland Result 2023: নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিপিপি

Posted by :- Madhurma Dev

ট্রেন্ডে এখনও পর্যন্ত নাগাল্যান্ডে এনডিপিপি (বিজেপি জোট) এগিয়ে৷ যেখানে NPF ৭টি আসনে এবং কংগ্রেস ২টি আসনে এগিয়ে রয়েছে। 
 

9:06 AM (2 years ago)

Tripura Election Result Live: ৪০ আসনে এগিয়ে বিজেপি

Posted by :- Madhurma Dev

ত্রিপুরায় ট্রেন্ডে লিড পাচ্ছে বিজেপি। ৪০টি আসনে এগিয়ে রয়েছে দলটি। ৫-এ বাম, ৫-এ এগিয়ে TMP।
 

8:47 AM (2 years ago)

Tripura Election Results Live: প্রবণতায় ত্রিপুরায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি

Posted by :- Madhurma Dev

ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে ৪৮টি আসনের ট্রেন্ড এসেছে। ৩৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বাম ৮টি, টিএমপি ৫টি আসনে এগিয়ে রয়েছে।

8:35 AM (2 years ago)

Nagaland Election Result 2023: নাগাল্যান্ডে এগিয়ে রয়েছে বিজেপি জোট এনডিপিপি

Posted by :- Madhurma Dev

নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যে ৩২টির ট্রেন্ড এসেছে। এনডিপিপির সঙ্গে বিজেপির জোট ২৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, NPF ২টি আসনে, কংগ্রেস ১টিতে এবং অন্যরা ৩টি আসনে এগিয়ে রয়েছে।
 

8:23 AM (2 years ago)

Meghalaya Election Result 2023 : মেঘালয়ে এনপিপি এগিয়ে

Posted by :- Madhurma Dev

মেঘালয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি ৪টি আসনে এগিয়ে রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি ও এনপিপি।
 

8:14 AM (2 years ago)

Tripura Election Result 2023: ত্রিপুরায় এগিয়ে বিজেপি

Posted by :- Madhurma Dev

প্রাথমিক প্রবণতায় ত্রিপুরায় বিজেপি এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। ৬০টি আসনের মধ্যে ১৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি। একইসঙ্গে টিএমপি এগিয়ে রয়েছে ৩টি আসনে। নাগাল্যান্ডে বিজেপি জোটের সঙ্গে এনডিপিপি এগিয়ে রয়েছে ৬টি আসনে। 

8:07 AM (2 years ago)

Election result 2023: শুরু হল ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের ভোট গণনা

Posted by :- Madhurma Dev
7:40 AM (2 years ago)

মেঘালয়ে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা

Posted by :- Madhurma Dev

মেঘালয়ে ১৩টি গণনা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি জেলা সদরে এবং ১টি সোহরা মহকুমায় করা হয়েছে। ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।CAPF ভিতরের এবং প্রথম স্তর পর্যবেক্ষণ করছে। এর বাইরে দ্বিতীয় ও তৃতীয় স্তরের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীকে। মোট ৩৮৩ রাউন্ডে ভোট গণনা করা হবে। ১৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনার প্রথম ৩০ মিনিটের জন্য ডাক ব্যালট গণনা করা হবে।

7:35 AM (2 years ago)

আগরতলায় বিজেপি অফিসে পুজো

Posted by :- Madhurma Dev

ত্রিপুরার রাজধানী আগরতলায় ভোট গণনার আগে বিজেপি অফিসে পুজো শুরু হয়েছে।
 

6:53 AM (2 years ago)

ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা

Posted by :- Madhurma Dev

একজন নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১ মার্চ সন্ধে ৬ টা থেকে ৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশগুলি রাজ্য জুড়ে জারি করা হয়েছে। তিনি বলেন, অত্যাবশ্যকীয় সেবা এবং পরীক্ষার্থীদের এর আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যে প্রায় ২৫,০০০ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

6:48 AM (2 years ago)

এনডিএ ৩ রাজ্যেই সরকার গঠন করবে: হিমন্ত

Posted by :- Madhurma Dev

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দাবি করেছিলেন যে ত্রিপুরা, নাগাল্যান্ড বা মেঘালয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এনডিএ। 

6:46 AM (2 years ago)

Meghalaya Exit Poll: মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতির সম্ভাবনা

Posted by :- Madhurma Dev

এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, এবার মেঘালয়ে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পেতে পারে। এনপিপি ১৮ থেকে ২৪ আসন, বিজেপি ৪ থেকে ৮, কংগ্রেস ৬ থেকে ১২ আসন পেতে পারে। অর্থাৎ কেউ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

6:44 AM (2 years ago)

Tripura Exit Poll: ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি

Posted by :- Madhurma Dev

এক্সিট পোলে ত্রিপুরায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখা গেছে। এখানে বিজেপি সরকার গঠিত হতে পারে। ত্রিপুরা নির্বাচনে বিজেপি ৪৫ শতাংশ ভোট পেতে পারে, যেখানে বাম-কংগ্রেস জোট ৩২ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা। তৃণমূলের ২০ শতাংশ ভোট পেতে পারে।

6:41 AM (2 years ago)

Election Result: নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি সরকার গঠনের সম্ভাবনা

Posted by :- Madhurma Dev

Exit Poll: নাগাল্যান্ড নির্বাচনের এক্সিট পোলের ফলাফল অনুসারে, এই রাজ্যে এনডিপিপি এবং বিজেপি জোট সরকার গঠন করবে। প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে। জোট পেতে পারে ৩৮ থেকে ৪৮ আসন, কংগ্রেস পেতে পারে ১ থেকে ২ আসন, NPF পেতে পারে ৩ থেকে ৮ আসন।

নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী নেফিউ রিওর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে। এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে, ২৫ শতাংশ মানুষের প্রথম পছন্দ বর্তমান মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। অন্য দলের কোনও মুখ্যমন্ত্রীকে ১০ শতাংশ ভোটও পেতেও দেখা যায়নি।