Advertisement

India Today Conclave 2024: 'দেশে ৮ বছরে একটি ভোট হওয়া উচিত,' মত সদগুরুর, কেন?

India Today Conclave 2024: দেশে ৮ বছরে একটি ভোট হওয়া উচিত। শনিবার এমনই বললেন সদগুরু জগ্গি বাসুদেব। এদিন ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এ আলোচনায় যোগ দেন জনপ্রিয় আধ্যাত্মিক গুরু। সেখানেই নির্বাচন ঘিরে দেশবাসীর 'অতি-ব্যস্ততা'র কথা বলেন তিনি। 

'এক দেশ, এক নির্বাচন, রামরাজ্যের দিকে একধাপ এগিয়ে দেবে,' বলছেন সদগুরু।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Mar 2024,
  • अपडेटेड 12:31 PM IST
  • দেশে ৮ বছরে একটি ভোট হওয়া উচিত। শনিবার এমনই বললেন সদগুরু জগ্গি বাসুদেব।
  • এদিন ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এ যোগ দেন জনপ্রিয় আধ্যাত্মিক গুরু। সেখানেই নির্বাচন ঘিরে দেশবাসীর 'অতি-ব্যস্ততা'র কথা বলেন তিনি। 
  • সদগুরুর মতে, ভোট ও প্রশাসনিক কাজকর্মের সময় আলাদা-আলাদা থাকা উচিত। কিন্তু পরিস্থিতি এমনই দাঁড়ায় যে নির্বাচনই সব হয়ে দাঁড়ায়।

India Today Conclave 2024: দেশে ৮ বছরে একটি ভোট হওয়া উচিত। শনিবার এমনই বললেন সদগুরু জগ্গি বাসুদেব। এদিন ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এ যোগ দেন জনপ্রিয় আধ্যাত্মিক গুরু। সেখানেই নির্বাচন ঘিরে দেশবাসীর 'অতি-ব্যস্ততা'র কথা বলেন তিনি। 

সদগুরুর মতে, ভোট ও প্রশাসনিক কাজকর্মের সময় আলাদা-আলাদা থাকা উচিত। কিন্তু পরিস্থিতি এমনই দাঁড়ায় যে নির্বাচনই সব হয়ে দাঁড়ায়। প্রশাসনিক কাজের সময়েও ভোট-নির্বাচন, রাজনীতির লড়াই চলতে থাকে। এই ব্যবস্থারই সমালোচনা করেন সদগুরু। 

এভাবে সারাক্ষণ নির্বাচন ঘিরে প্রস্তুতি, কাজ চলতে থাকায়, আসল কাজকর্ম ব্যাহত হয় বলে মনে করছেন সদগুরু। 

এরপরেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, 'তবে কি ওয়ান নেশন, ওয়ান ইলেকশন লাগু হলে দেশে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে?' উত্তরে সদগুরু বলেন, 'এক দেশ এক নির্বাচন রামরাজ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া বলা যেতে পারে। ৫ বছর অন্তর একটা ভোটই যথেষ্ট। আমি তো বলব, ৫ নয়, ৮ বছর অন্তরই নির্বাচন হওয়া উচিত। যদিও এটা কখনই হবে না। তবে আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়।'

কিন্তু ৮ বছর অন্তর নির্বাচনের কথা কেন বলছেন তিনি? সদগুরুর কথায়, 'একটি পলিসি তৈরি হয়, তার সুযোগ-সুবিধা প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে ৬-৭ বছর সময় লেগে যায়। কিন্তু ৫ বছরের মধ্যেই নির্বাচন হবে নতুন সরকার হবে, পলিসি কার্যকর হবে কিনা তার নিশ্চয়তা থাকবে না।'

তিনি আরও বলেন, 'আমরা জানিই না, দেশের প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষ ঠিক কীভাবে, কতটা কষ্টে বসবাস করছেন। যতদিন না তাঁদের সকলে সমস্ত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যাচ্ছে, ততদিন আমাদের গণতন্ত্র নিয়ে বেশি কথা না বলাই ভাল।'

সদগুরু বলেন, 'মানুষের জন্য কাজ করতে হলে আমার মনে হয় ভোট-নির্বাচনের জন্য কম সময় ব্যয় করতে হবে। বিভিন্ন নির্বাচন, ৫ বছর অন্তর নির্বাচন, তার জন্য সারা বছর কত মানুষ প্রচার, কাজ করতে থাকেন। এতে প্রচুর সময় ব্যয় হয়। মানুষের জন্য কাজ করতে হলে ৮ বছর অন্তর একটা নির্বাচনই ঠিক। এতে একটি পলিসি তৈরি হয়ে তার সুবিধা সকলের কাছে পৌঁছানোর একটি সময়-সুযোগ তৈরি হবে। কিন্তু লক্ষ্য যদি শুধুই রাজনীতি হয়, সেক্ষেত্রে আলাদা বিষয়।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement