Advertisement

Google ও Meta-এ বেটিং অ্যাপের বাড়বাড়ন্ত? দুই সংস্থার প্রতিনিধিদের তলব ED-র

এবার ইডি-র সমন পেল গুগল ও মেটা(ফেসবুক)। অনলাইন বেটিং অ্যাপ মামলার তদন্তের অংশ হিসাবে, দুই টেক জায়ান্টকে নোটিশ পাঠানো হয়েছে। দুই সংস্থাই অনলাইনে বেটিং অ্যাপ প্রচারে অভিযুক্ত।

গুগল ও মেটাকে সমন ইডি-র।গুগল ও মেটাকে সমন ইডি-র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 10:26 AM IST
  • এবার ইডি-র সমন পেল গুগল ও মেটা(ফেসবুক)।
  • অনলাইন বেটিং অ্যাপ মামলার তদন্তের অংশ হিসাবে, দুই টেক জায়ান্টকে নোটিশ পাঠানো হয়েছে।
  • দুই সংস্থাই অনলাইনে বেটিং অ্যাপ প্রচারে অভিযুক্ত।

এবার ইডি-র সমন পেল গুগল ও মেটা(ফেসবুক)। অনলাইন বেটিং অ্যাপ মামলার তদন্তের অংশ হিসাবে, দুই টেক জায়ান্টকে নোটিশ পাঠানো হয়েছে। দুই সংস্থাই অনলাইনে বেটিং অ্যাপ প্রচারে অভিযুক্ত। গুগল এবং মেটা(ফেসবুক)-র প্ল্যাটফর্মে অনলাইনে বেটিং অ্যাপের বিজ্ঞাপন দেখানোর অভিযোগ রয়েছে। এর পাশাপাশি, দাবি করা হচ্ছে যে, এই সংস্থাগুলি তাদের প্ল্যাটফর্মে বেটিং সংক্রান্ত ওয়েবসাইটগুলিকে প্রাধান্য দিচ্ছে। এই দুই অভিযোগের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই কারণেই আগামী ২১ জুলাই দুই সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। 

সম্প্রতি অনলাইন বেটিং অ্যাপকে ঘিরে বড়সড় তদন্ত শুরু করেছে ইডি। ইতিমধ্যেই বেশ কয়েকজন বলিউড অভিনেতা, টেলিভিশন হোস্ট এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নাম উঠে এসেছে। অভিযোগ, তাঁরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধ বেটিং অ্যাপের প্রচার করেছিলেন। ইডির তালিকায় রয়েছেন প্রকাশ রাজ, রানা ডাগগুবতী, বিজয় দেবেরাকোন্ডার মতো অভিনেতারা।

এই মুহূর্তে সবচেয়ে চর্চিত মামলাগুলির মধ্যে রয়েছে ‘মহাদেব বেটিং অ্যাপ’ কাণ্ড। ইডির দাবি, এই একটি অ্যাপ থেকেই ৬,০০০ কোটি টাকার বেশি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে। এই মামলায় বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি, এই অ্যাপের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ উঠেছে প্রাক্তন ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। ইডির অভিযোগ, তিনি মহাদেব অ্যাপের প্রোমোটারদের কাছ থেকে ৫০০ কোটি টাকার বেশি পেয়েছেন।

অন্যদিকে, ‘ফেয়ারপ্লে আইপিএল বেটিং অ্যাপ’ সম্পর্কেও বড়সড় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, আইনি অনুমতি ছাড়াই এই অ্যাপ আইপিএল ম্যাচ লাইভ স্ট্রিম করেছে এবং অনলাইনে বেআইনি বেটিংয়ের সুযোগ করে দিয়েছে। এতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভায়াকম১৮, যাঁরা আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী।

ইতিমধ্যেই এই দুই মামলায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে শত শত কোটি টাকার। একাধিক চার্জশিটও জমা পড়েছে আদালতে। এখন গুগল ও মেটার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তদন্তকারী সংস্থা। আগামী ২১ জুলাইয়ের মধ্যে তাঁদের জবাব চাওয়া হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement