Advertisement

Enrique Iglesias Mumbai concert: এনরিকের মুম্বই কনসার্টে চুরি, ২৪ লাখের ৮০টি ফোন উধাও

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (বিকেসি) এমএমআরডিএ গ্রাউন্ডে এনরিক ইগলেসিয়াসের লাইভ কনসার্টের রাত স্মরণীয় হওয়ার বদলে বহু দর্শকের জন্য তিক্ত অভিজ্ঞতায় পরিণত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কনসার্টে প্রায় ২৪ লক্ষ টাকার ৮০টিরও বেশি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

Aajtak Bangla
  • মুম্বই ,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 11:38 AM IST
  • মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (বিকেসি) এমএমআরডিএ গ্রাউন্ডে এনরিক ইগলেসিয়াসের লাইভ কনসার্টের রাত স্মরণীয় হওয়ার বদলে বহু দর্শকের জন্য তিক্ত অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
  • পুলিশ জানিয়েছে, ওই কনসার্টে প্রায় ২৪ লক্ষ টাকার ৮০টিরও বেশি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (বিকেসি) এমএমআরডিএ গ্রাউন্ডে এনরিক ইগলেসিয়াসের লাইভ কনসার্টের রাত স্মরণীয় হওয়ার বদলে বহু দর্শকের জন্য তিক্ত অভিজ্ঞতায় পরিণত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কনসার্টে প্রায় ২৪ লক্ষ টাকার ৮০টিরও বেশি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

শুক্রবার রাতে আয়োজিত এই আন্তর্জাতিক কনসার্টে উপস্থিত ছিলেন প্রায় ২৫,০০০ দর্শক, যার মধ্যে বহু বলিউড সেলিব্রিটিও ছিলেন। ভক্তরা যখন স্প্যানিশ গায়ক এনরিকের সুরে তাল মেলাচ্ছিলেন, তখনই চোরেরা সুযোগ নেয় ভিড় ও আবছা আলোর। অনুষ্ঠান শেষে অনেকেই বুঝতে পারেন তাঁদের ফোন উধাও।

পুলিশ ইতিমধ্যে বিকেসি থানায় সাতটি পৃথক এফআইআর দায়ের করেছে এবং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, 'আমরা অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা রুজু করেছি। সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।'

চুরি হওয়া ফোনগুলির ট্র্যাকিংয়ে সহায়তার জন্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি।

কনসার্টে বিদ্যা বালান, মালাইকা অরোরা, রাকুল প্রীত সিং, জ্যাকি ভগনানি, রুবিনা ডিলাইক, অভিনব শুক্লা, মেইয়াং চ্যাং এবং রাহুল বৈদ্যের মতো তারকারা উপস্থিত ছিলেন।

এনরিক ইগলেসিয়াস, যিনি ‘Hero’, ‘Bailamos’, ‘Be With You’, ‘Cuando Me Enamoro’ এবং ‘Bailando’-র মতো হিট গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়, প্রায় ৯০ মিনিটের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন। কালো পোশাক ও ট্রেডমার্ক ক্যাপ পরে তিনি মঞ্চে ওঠেন এবং জনতাকে উদ্দেশ করে বলেন, 'নমস্কার, মুম্বই! হাত তুলুন!' গান শেষে তিনি বলেন, '২০০৪ সালে আমি প্রথম এখানে এসেছিলাম। আবার ফিরতে পেরে দুর্দান্ত লাগছে।'

এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, তারা সব চুরি হওয়া ফোন পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement