Advertisement

Ex Karnataka top cop murder: 'ঘাড়ের শিরা কেটে কীভাবে মৃত্যু হয়?' স্বামীকে খুনের আগে গুগল সার্চ করেছিল স্ত্রী

কর্নাটকের অবসরপ্রাপ্ত ডিজিপি ওম প্রকাশকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। এই বর্বর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, মৃত ডিজিপির স্ত্রী পল্লবী, খুনের আগে পাঁচ দিন ধরে ইন্টারনেটে ‘ঘাড়ের শিরা ও রক্তনালী কেটে দিলে কীভাবে মৃত্যু হয়’ তা নিয়ে খোঁজ করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 10:37 AM IST
  • কর্নাটকের অবসরপ্রাপ্ত ডিজিপি ওম প্রকাশকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে।
  • এই বর্বর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, মৃত ডিজিপির স্ত্রী পল্লবী, খুনের আগে পাঁচ দিন ধরে ইন্টারনেটে ‘ঘাড়ের শিরা ও রক্তনালী কেটে দিলে কীভাবে মৃত্যু হয়’ তা নিয়ে খোঁজ করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কর্নাটকের অবসরপ্রাপ্ত ডিজিপি ওম প্রকাশকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। এই বর্বর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, মৃত ডিজিপির স্ত্রী পল্লবী, খুনের আগে পাঁচ দিন ধরে ইন্টারনেটে ‘ঘাড়ের শিরা ও রক্তনালী কেটে দিলে কীভাবে মৃত্যু হয়’ তা নিয়ে খোঁজ করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ দাবি করছে, গুগল সার্চের হিস্ট্রি থেকে স্পষ্ট যে খুন ছিল পূর্বপরিকল্পিত। শুধু তাই নয়, পল্লবী হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিকবার নিজের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ ছিল, তিনি নিজেই নিজের বাড়িতে বন্দি, ক্রমাগত নজরদারির মধ্যে রয়েছেন এবং তার খাওয়াদাওয়ায় বিষ মেশানো হচ্ছে বলে সন্দেহ করছেন। এছাড়াও, মেয়ের নিরাপত্তা নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন।

এদিকে, সোমবার ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে পল্লবীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তার মেয়ে কৃতি বর্তমানে মানসিক মূল্যায়নের জন্য ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর

দেহ উদ্ধার করে পুলিশ। পেটে, বুকে একাধিক ক্ষতচিহ্ন ছিল তাঁর। এই খুনের মামলায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন ওমের স্ত্রী। ঘটনা প্রকাশ্যে আসার পরই রবিবার রাত থেকে টানা পল্লবী এবং ওমের কন্যাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাবার খুনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওমের পুত্র কার্তিকেশ। তাঁর দাবি, মা পল্লবী এবং বোন কৃতীই প্রাক্তন আইপিএস অফিসারকে খুন করেছেন। তাঁকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল।
 

 

Read more!
Advertisement
Advertisement