পাকিস্তানের বিরুদ্ধে ফুল অ্যান্ড ফাইনাল পদক্ষেপ করা জরুরি। মত প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর মতে, ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানকে প্রতিবেশ দেশকে গণ্য করে এসেছে। তবে পাকিস্তান সেই মর্যাদা রাখতে পারছে না। সেজন্য তাদের যোগ্য জবাব দেওয়া দরকার।
ফারুক আবদুল্লার মতে, এখন পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। কারণ তারা মানবতাকে হত্যা করেছে। ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কিন্তু আজ পাকিস্তান তা মানতে চাই না। অথচ ভারতে আজও সবার সমান অধিকার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব ধর্মের মানুষ একসঙ্গে থাকে। সম্প্রীতি রয়েছে।
ফারুক আবদুল্লা বলেন, 'পাকিস্তান আজও বুঝতে পারছে না যে ওরা মানবতার হত্য়া করেছে। করে আসছে। আমাদের হতভাগ্য। যদি পাকিস্তান মনে করে এর ফলে আমরা ওদের সঙ্গে চলে যাব তাহলে ভুল ভাবছে। ১৯৪৭ সালে আমরা পাকিস্তানের সঙ্গে যাইনি। আজ তাহলে কেন যাব? দ্বিজাতি তত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কিন্তু আমরা তো সবার সঙ্গে থাকি। সব ধর্মকে সম্মান করে থাকি। পাকিস্তান যদি মনে করে ওরা হামলা করে আমাদের শক্তিক্ষয় করাচ্ছে তাহলে ভুল করছে। এতে আমাদের শক্তি বাড়ছে। আমরা এর যোগ্য জবাব দেব।'
ফারুক আবদুল্লার আরও সংযোজন, 'পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি ছিলাম। সেই কথা আগে অনেকবার বলেছি। তবে পহেলগাঁও হামলায় যাঁরা নিহত হলেন তাঁদের পরিবারের সদস্যদের আমরা কী জবাব দেব? এটা হতে পারে না। আজ গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে। বালাকোটের মতো নয়, আজ দেশের মানুষের দাবি পাকিস্তানকে যেন ফুল অ্যান্ড ফাইনাল জবাব দেওয়া হয়। এর পর থেকে তারা যেন এমন কাজ করার সাহস দেখাতে না পারে।'
এর আগে জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও পহেলগাঁওয়ের হামলায় শোক প্রকাশ করেন। এই ঘটনা নিয়ে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। কাশ্মীরের সাধারণ মানুষ জঙ্গিদের বিপক্ষে বলেও দাবি করেন তিনি।
পহেলগাঁও কাশ্মীরের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্র। সেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক যান। সেই পর্যটকদেরই এবার টার্গেট করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৬ জনকে খুন করা হয়। আহত হন অনেকে। এই হামলার পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। হামলাকারীদের কড়া শাস্তি দেওয়া হবে, সাফ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, 'দুষ্কৃতী ও তাদের মদতদাতাদের এমন জবাব দেওয়া হবে যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি।'