Advertisement

FASTag অ্যানুয়াল পাসে দারুণ সাড়া, চার দিনে ৫ লাখ অ্যাক্টিভেট করলেন

FASTag Annual Pass: স্বাধীনতা দিবসে অর্থাৎ ১৫ই আগস্ট শুরু হওয়া ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসকে গ্রাহকরা ব্যাপক সাড়া দিয়েছেন। মাত্র কয়েক দিনের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ৫ লাখের বেশি বাৎসরিক পাস বিক্রি করেছে।

FASTag অ্যানুয়াল পাসে দারুণ সাড়া, চার দিনে ৫ লাখ অ্যাক্টিভেট করলেনFASTag অ্যানুয়াল পাসে দারুণ সাড়া, চার দিনে ৫ লাখ অ্যাক্টিভেট করলেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 10:11 PM IST

FASTag Annual Pass: ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস (FASTag Annual Pass), ইউজারদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছে। ১৫ অগাস্ট লঞ্চ হওয়ার মাত্র ৪ দিনের মধ্যেই ৫ লাখ মানুষ এই বাৎসরিক পাস বুক বা অ্যাক্টিভেট করেছেন। এনএইচএআই (NHAI)-এর দাবি, এই পাস চালুর পর Rajmargyatra মোবাইল অ্যাপও সবচেয়ে জনপ্রিয় সরকারি অ্যাপের মধ্যে জায়গা করে নিয়েছে।

ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস বুকিং
স্বাধীনতা দিবসে অর্থাৎ ১৫ই আগস্ট শুরু হওয়া ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসকে গ্রাহকরা ব্যাপক সাড়া দিয়েছেন। মাত্র কয়েক দিনের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ৫ লাখের বেশি বাৎসরিক পাস বিক্রি করেছে। প্রথম দিন থেকেই এই পাস ভালো রেসপন্স পেয়েছে। ১৫ অগাস্ট সন্ধ্যা ৭টার মধ্যে প্রায় ১.৪ লাখ মানুষ বুক বা অ্যাক্টিভেট করেছিলেন।

NHAI জানিয়েছে, ফাস্ট্যাগ এখন ভারতে ঝামেলাহীন ও প্রযুক্তিনির্ভর চলাচলের ক্ষেত্রে আরেকটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। মাত্র চার দিনেই ৫ লাখের বেশি ব্যবহারকারী এই অ্যানুয়াল পাসের সঙ্গে যুক্ত হয়েছেন। এর ফলে যাত্রীরা পাচ্ছেন আরও দ্রুত, সুবিধাজনক ও আরামদায়ক টোলিং অভিজ্ঞতা।

আরও পড়ুন

রাজমার্গযাত্রা অ্যাপও করল রেকর্ড
NHAI ‘X’ (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ১৫ লাখেরও বেশি ডাউনলোডের মাধ্যমে Rajmargyatra অ্যাপ এখন অন্যতম শীর্ষ সরকারি অ্যাপ। গুগল প্লে স্টোরে এটি সামগ্রিক র‍্যাঙ্কিং-এ ২৩তম স্থানে এবং ট্র্যাভেল ক্যাটেগরিতে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। ৪.৫ স্টার রেটিংধারী এই অ্যাপ ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস লঞ্চের মাত্র ৪ দিনের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছে।

কী এই ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস?
কেন্দ্র সরকার ১৫ আগস্ট নির্দিষ্ট কিছু ন্যাশনাল এক্সপ্রেসওয়ে (NE) ও ন্যাশনাল হাইওয়ে (NH)-তে যাত্রা আরও সহজ করার জন্য এই অ্যানুয়াল পাস চালু করেছে। ব্যবহারকারীরা মাত্র ৩,০০০ টাকায় এই পাস কিনতে পারবেন। এক বছরের জন্য বা সর্বোচ্চ ২০০ ট্রিপ (যেটা আগে শেষ হবে) পর্যন্ত এই পাসে টোল দিতে হবে না। তবে এটি শুধু সেসব এক্সপ্রেসওয়ে ও হাইওয়েতে প্রযোজ্য যেগুলি NHAI পরিচালনা করে।

Advertisement

পাসটি কেনা যাবে NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইট ও Rajmargyatra মোবাইল অ্যাপের মাধ্যমে। আলাদা ফাস্ট্যাগ কেনার প্রয়োজন নেই, এটি বিদ্যমান ফাস্ট্যাগেই অ্যাক্টিভেট হবে। তবে এজন্য গাড়ির ফাস্ট্যাগ অবশ্যই ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর (VRN)-এর সঙ্গে যুক্ত থাকতে হবে। এই পাস শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির (কার, জিপ বা ভ্যান) ক্ষেত্রে প্রযোজ্য। ট্যাক্সি, ক্যাব, বাস বা ট্রাকের মতো বাণিজ্যিক গাড়ির জন্য এটি প্রযোজ্য নয়।

কীভাবে অ্যাক্টিভেট করবেন পাস?
১. প্রথমে Rajmargyatra মোবাইল অ্যাপে যান।
২. 'Annual Toll Pass' ট্যাব-এ ক্লিক করে Activate বাটন চাপুন।
৩. এরপর Get Started বাটনে ক্লিক করে আপনার গাড়ির নম্বর দিন।
৪. ভেহিকেল নম্বর দিলে তা VAHAN ডাটাবেসে যাচাই হবে।
৫. তারপর আপনার কাছে OTP আসবে। সেটি দিয়ে পেমেন্টের দিকে এগিয়ে যান।
৬. পেমেন্ট গেটওয়ের মাধ্যমে UPI বা কার্ড দিয়ে ৩,০০০ টাকা পরিশোধ করুন।
৭. ২ ঘণ্টার মধ্যে আপনার গাড়ির ফাস্ট্যাগে অ্যানুয়াল পাস অ্যাক্টিভেট হয়ে যাবে।
 

 

Read more!
Advertisement
Advertisement