Advertisement

Monsoon Update: বর্ষা আর ৪-৫ দিনেই ঢুকছে কেরলে, বাংলাতেও কি শুরু হবে বর্ষণ? যা জানাল IMD

দেশের মধ্যে প্রথম কেরলে বর্ষার আগমন হয়। ১ জুন কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময়। হাওয়া অফিস জানিয়েছে, এবার তার আগেই দক্ষিণের ওই রাজ্যে বর্ষা ঢুকতে চলেছে। যা অনেকটাই স্বস্তির মনে করা হচ্ছে।

মে মাসের শেষেই ঢুকছে বর্ষা।মে মাসের শেষেই ঢুকছে বর্ষা।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 May 2025,
  • अपडेटेड 6:43 PM IST
  • দেশের মধ্যে প্রথম কেরলে বর্ষার আগমন হয়।
  • ১ জুন কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময়।
  • বাংলাতেও এবার সময়ের আগেই বর্ষা ঢুকতে পারে?

বর্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ বছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে দেশের স্থলভাগে। মঙ্গলবার মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪-৫ দিনের মধ্যেই কেরলে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে। যা নির্ধারিত সময়ের অনেকটা আগেই। তা হলে কি বাংলাতেও এবার সময়ের আগেই বর্ষা ঢুকতে পারে?

প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম কেরলে বর্ষার আগমন হয়। ১ জুন কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময়। হাওয়া অফিস জানিয়েছে, এবার তার আগেই দক্ষিণের ওই রাজ্যে বর্ষা ঢুকতে চলেছে। যা অনেকটাই স্বস্তির মনে করা হচ্ছে।

বাংলাতেও কি আগে ঢুকবে বর্ষা?

হাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন, কেরলে আগে বর্ষা ঢুকলেই যে বাংলাতেও আগে বর্ষা আসবে, তার কোনও যোগ নেই। বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে, তা এখনও স্পষ্ট নয়। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে প্রথম পা রাখে বর্ষা। সেখানে বর্ষার আসার স্বাভাবিক সময় ৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এ বার তার আগেই বাংলায় বর্ষা ঢুকবে কিনা, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। 

বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে ২৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে ২৬ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 
 

Read more!
Advertisement
Advertisement