
রাজস্থানের ভরতপুরে সরকারি অফিসের ভেতরে এক মহিলা ও এক পুরুষ অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল হওয়ায় রাজ্য প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে রাজস্থান রোডওয়েজের ভরতপুর ডিপোতে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসের মধ্যে গান বাজিয়ে এক মহিলা কর্মী গায়ত্রী দেবী ও প্রশাসনিক আধিকারিক সুনীল কুমার একসঙ্গে নাচছেন ও মজা করছেন।
আরও একটি ভিডিওতে দেখা যায়, গায়ত্রী দেবী সুনীল কুমারকে ওড়না পরিয়ে দিচ্ছেন, কপালে টিপ লাগাচ্ছেন এবং লিপস্টিক পর্যন্ত লাগাচ্ছেন। দু’জনেই খোশমেজাজে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভরতপুর থেকে জয়পুর পর্যন্ত প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
ঘটনার পরপরই রাজস্থান রোডওয়েজ প্রশাসন ব্যবস্থা নেয়। ভরতপুর ডিপোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তড়িঘড়ি উভয় কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে APO (Awaiting Posting Order) পদে নিয়োগের নির্দেশ দেন। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'তাদের এই আচরণ সরকারী নিয়মবিধি ও শৃঙ্খলার পরিপন্থী এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।'
সূত্রের খবর, সুনীল কুমার ভরতপুর ডিপোতে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এবং গায়ত্রী দেবী লোহাগড় ডিপোতে একই পদে কর্মরত। প্রশাসনের একাধিক সিনিয়র অফিসার এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। উভয় কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের কোনও নতুন দায়িত্ব দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
প্রশাসনিক মহলের এক কর্তা জানিয়েছেন, সরকারি অফিসে এই ধরনের অনুচিত আচরণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। এটি কর্মস্থলের মর্যাদা ও নিয়মানুবর্তিতা ভঙ্গ করেছে।