Budget 2025: তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ল তাঁর 'বাজেট স্পেশাল শাড়ি'। প্রতি বছর তাঁকে কোনও বিশেষ শাড়িতে দেখা যায়। এবছরও তার অন্যথা হয়নি। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল মধুবনী সিল্কের অফ হোয়াইট শাড়িতে। এই শাড়িটি তাঁকে ২০২১ সালে ভারতের পদ্মশ্রী দুলারি দেবী উপহার দিয়েছিলেন। বাজেটের দিন এই শাড়িটি পরার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছিলেন দুলারি দেবী।
বিহার নিবাসী দুলারি দেবী একজন পদ্মশ্রী প্রাপ্ত চিত্রকর, মিথিলা শিল্পী। শিল্পে তাঁর অবদানের জন্য ভারত সরকারের থেকে এই সম্মান অর্জন করেন। তিনি কোনও প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি। অর্থমন্ত্রী মধুবনি গেলে সেখানে দুলারি দেবীর সঙ্গে সাক্ষাত হয়। বিহারের মধুবনী শিল্প নিয়ে সৌহার্দ্যপূর্ণ চিন্তাভাবনা করেন। দুলারি দেবী শাড়িটি তাঁকে উপহার দেন এবং অনুরোধ করেন বাজেটের দিন এটি পরতে। শাড়িতে প্রতিফলিত ভারতের সংস্কৃতি।
এদিন সকালে সেই শাড়িতেই নজর কাড়েন তিনি। সকাল ১১টায় হবে বাজেট পেশ। সকালে সর্বপ্রথমে অর্থমন্ত্রী অর্থমন্ত্রক পৌঁছন। সেখান থেকে রাষ্ট্রপতি ভবন যান নির্মলা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
এ বছরের বাজেটে বিশেষ কিছু ঘোষণার আশা করা হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে কর্পোরেট দুনিয়া, এই বাজেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মনে করা হচ্ছে মুদ্রাস্ফীতি ও কর ছাড়ে সরকার জনগণের জন্য বড় কোনও ঘোষণা করতে পারে।