
BLO-দের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে ২১ জনের বিরুদ্ধে FIR। কমিশনের তরফে জানানো হয়েছে, ২১ জন বিএলও কাজ করতে চাইছিলেন না। সেই কারণে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ বিধানসভা কেন্দ্রের। সেখানকার নির্বাচনী ইনচার্জ অলোক কুমার যাদব জানান, বারবার ফোন করা সত্ত্বেও রিসিভ করেননি সেই BLO-রা। তাঁরা সরকারি নির্দেশিকা উপেক্ষা করেছেন। তাঁদের একাধিকবার সতর্ক করা হলেও তাতে কর্ণপাত করেননি। তারপরই পদক্ষেপ।
FIR-এ উল্লেখ, ওই BLO-রা ঘরে ঘরে ভোটার ফর্ম বিতরণ, স্বাক্ষর সংগ্রহ বা ডিজিটালাইজড করার মতো কাজগুলো করেননি। ব্যর্থ হয়েছেন। সেনিয়ে তাঁদের বলা হয়েছিল। তারপরও কাজে ব্যর্থ হওয়ায় BLO-দেপ বিরুদ্ধে গাজিয়াবাদের সিহানি গেট থানায় FIR দায়ের করতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নির্বাচন কমিশন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল, BLO-রাই নির্বাচন কমিশনের মুখ। তাঁরাই আসল হিরো। তাঁদের জন্যই এত বড় কাজ সম্পন্ন হচ্ছে। কলকাতায় সেদিন সাংবাদিক সম্মেলন থেকে কমিশন এও জানায়, BLO-রা যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন, কোনও কোনও ক্ষেত্রে অসুস্থ হচ্ছেন সেটাও তাদের জানা।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, এই রাজ্য়ে কোনও BLO-র বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা চানও না এমন কোনও পরিস্থিতি তৈরি হোক। তবে বাংলায় নেওয়া না হলে উত্তরপ্রদেশে যে পদক্ষেপ করা হচ্ছে, সেটারই প্রমাণ মিলল।