ফের আগুন লাগল মহাকুম্ভ মেলায়। শুক্রবার আগুন লাগল সেক্টর ১৮ এলাকায় হরিহরা নন্দ ক্যাম্পে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
অগ্নিকাণ্ডে হতাহত কেউ হননি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লাগে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
এর আগেও কুম্ভ মেলায় আগুন লেগেছিল। সেক্টর ২২-তে তাঁবুকে আগুন লাগে। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর একের পর এক বিপর্যয় ঘটছে কুম্ভ মেলায়। গত ১৯ জানুয়ারি কুম্ভ মেলার সেক্টর ১৯ এলাকায় আগুন লেগেছিল। সেবার অগ্নিকাণ্ডে ১৮০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভ মেলায় শাহি স্নানের জন্য ভিড় বেশি ছিল। সেদিনই পদপিষ্টের ঘটনা ঘটে। যা ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। মৃতের সংখ্যা আড়াল করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বার বার মহাকুম্ভে বিপর্যয়ের ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সাধারণ মানুষের জন্য মেলায় যথোপযুক্ত ব্যবস্থা করা হয়নি বলে সরব হয়েছে তারা। এ-ও অভিযোগ উঠেছে যে, কুম্ভ মেলায় বিশিষ্টদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের জন্য তেমন ব্যবস্থা করা হয়নি।
দিল্লিতে ভোটের দিন কুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে, কুম্ভে গিয়ে স্নান সেরেছেন বহু রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা।