Advertisement

Partha Chatterjee : 'সৎ... পরপর পাঁচবার জিতেছি... আমি বিচার চাই', বাড়ি ফিরেই বলছেন পার্থ

জেলমুক্তির পর নাকতলায় নিজের বাড়িতে ফিরেই ফের কাজে নামের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দলের কর্মী-সমর্থকরা তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন। বাড়িতেও আসেন দেখা করতে।

Partha ChaterjeePartha Chaterjee
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 6:57 PM IST
  • জেলমুক্তির পর নাকতলায় নিজের বাড়ুতে ফিরেই ফের কাজে নামের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায়
  • আর কী বললেেন প্রাক্তন মন্ত্রী?

জেলমুক্তির পর নাকতলায় নিজের বাড়িতে ফিরেই ফের কাজে নামের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দলের কর্মী-সমর্থকরা তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন। বাড়িতেও আসেন দেখা করতে। তাঁদের দেখে আবেগপ্রবন হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজেও। মন দিয়ে কর্মীদের কথা শোনেন। 

পার্থ জানান, তিনি দ্রুত নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ বেহালা পশ্চিমে যাবেন। সেখানে কাজে নামবেন। তাঁর তরফে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়। বলেন, 'আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা আমাকে সৎ মানুষ মনে করেন তাঁদের কাছে যাব। বিচার চাইব।' 

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে তাঁর সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তিনি জিতে আসছেন সেই ২০০১ সাল থেকে। রাজ্যের একাধিক বড় মন্ত্রীর পদও তিনি সামলেছেন। তবে শিক্ষা দুর্নীতি কাণ্ড সামনে আসার পর পার্থকে দল থেকে বহিষ্কার করা হয়। 

যদিও বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস সমর্থকদের অনেকে চাইছেন, পার্থ চট্টোপাধ্য়ায় যেন সক্রিয় রাজনীতি ফের শুরু করেন। সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি নিজেও। 

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যদিও দাবি করেছেন এই জেলমুক্তি থেকে প্রমাণিত সত্যের জয় হয়েছে। তিনি বলেন, 'আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন পার্থ চট্টোপাধ্য়ায়। তারপর তিনি অন্য সিদ্ধান্ত নেবেন। তাঁর চিকিৎসা চলবে যেমন চলছে। আইনি প্রক্রিয়াও একই গতি বজায় রাখবে।' 

প্রসঙ্গত, ৩ বছর, ৩ মাস ১৯ দিন পর বাড়ি ফিরলেন পার্থ। ২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে তাঁকে  গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে জেলে ছিলেন তিনি। ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। তারপর সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দেন।   
 

Read more!
Advertisement
Advertisement