
সম্প্রতি অবসর গ্রহণ করেছেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বি. আর. গাভাই। আর তারপরেই নিজের কেরিয়ারের শেষ কয়েক বছর নিয়ে অকপট হলেন। দিল্লিতে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন, তাঁকে একেবারে ভুলভাবে ‘হিন্দু-বিরোধী’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ তিনি কোনও ভাবেই মানতে নারাজ।
কেরিয়ারের অন্তিম লগ্নে তাঁকে লক্ষ্য করে জুতোও ছুঁড়েছিলেন এক আইনজীবী। সেই ঘটনা নিয়েও প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন সিজেআই। বললেন, 'ওতে আমার কোনও ক্ষতি হয়নি। উদ্দেশ্যটাও আমার কাছে ঠিক স্পষ্ট নয়। তবে ওই ঘটনার পর থেকে কোনও বিষয়ে মন্তব্য করার ব্যাপারে আরও সতর্ক হয়ে গিয়েছি। সোশ্যাল মিডিয়া সামান্য কোনও কথাও বিকৃত ছড়ানো হয়।'
এদিন হেট স্পিচের বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করে গাভাই। বলেন, 'বিদ্বেষমূলক কথাবার্তা আদতে সমাজে ভাঙন সৃষ্টি করে। এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে দেশের সংসদকে।'
একই সঙ্গে এদিন ‘বুলডোজার ট্রিটমেন্ট’ নিয়েও মুখ খোলেন গাভাই। তিনি বলেন, 'শাসক নয়, এ দেশে আইনই সর্বোচ্চ। সবসময় আইন মেনেই চলতে হবে।'
বিচারব্যবস্থায় দুর্নীতি নিয়ে প্রশ্নে গাভাই বলেন, তাঁর মেয়াদে কোনও রকম সরকারি হস্তক্ষেপ হয়নি। ফোন আসেনি, চাপ প্রয়োগ হয়নি, বদলি বা নিয়োগ নিয়েও কেউ নাক গলায়নি। বরং কোলিজিয়াম ব্যবস্থা বজায় রাখার পক্ষেই তিনি।
এর পাশাপাশি প্রাক্তন প্রধান বিচারপতি জানান, অবসরের পর তিনি আর কোনও সরকারি দায়িত্ব নেবেন না। রাজ্যপাল বা সংসদের মনোনয়ন, নে