Advertisement

Manmohan Singh: উদারীকরণ তো বটেই; আধার, একশো দিনের কাজ থেকে RTI, জনহিতৈষী মনমোহন

Manmohan Singh Death: ১৯৯১ সালে তাঁর দিয়েই খুলে গিয়েছিল মুক্ত অর্থনীতির দরজা। সরকারি লাল ফিতের ফাঁস থেকে মুক্তি পেয়েছিল ব্যবসা-বাণিজ্য। দেশে ঢুকেছিল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতের অর্থনীতি।

মনমোহন সিংমনমোহন সিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 12:48 AM IST
  • ১৯৯১ সালে তাঁর দিয়েই খুলে গিয়েছিল মুক্ত অর্থনীতির দরজা।
  • খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতের অর্থনীতি।

দেশ হারাল প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংকে। বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এইমসে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। ভারতের অর্থনীতির গতিপথ বদলে দিয়েছিলেন মনমোহন। উদারীকরণের ভগীরথ। 

১৯৯১ সালে তাঁর দিয়েই খুলে গিয়েছিল মুক্ত অর্থনীতির দরজা। সরকারি লাল ফিতের ফাঁস থেকে মুক্তি পেয়েছিল ব্যবসা-বাণিজ্য। দেশে ঢুকেছিল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতের অর্থনীতি। শুধু অর্থমন্ত্রী হিসেবেই নয়, প্রধানমন্ত্রী হিসেবেও তাঁর জমানার একাধিক সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে।    

জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (NREGA)-  মনরেগা বা সহজ ভাষায় একশো দিনের কাজ। ২০০৫ সালে চালু হয়েছিল এই প্রকল্প। এই আইন প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে ১০০ দিনের কাজে ন্যূনতম মজুরির নিশ্চয়তা দেয়। যার দেশে বদলে গিয়েছে দেশের গ্রামীণ অর্থনীতি। গ্রামের মানুষের রোজগারের পথ হয়েছে সুগম।  

তথ্যের অধিকার আইন (আরটিআই)- ২০০৫ সালেই মনমোহনের জমানাতেই এসেছিল আরটিআই বা তথ্যের অধিকার আইন। এই আইন বলে যে কোনও বিষয়ে সরকারের কাছে তথ্য চাওয়ার অধিকার পান সাধারণ মানুষ। এর লক্ষ্য, প্রশাসনে স্বচ্ছতা আনা। 

আধার- বর্তমানে আধারের মাধ্যমেই যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান সাধারণ মানুষ। এই আধারের সূচনাও করেছিলেন মনমোহন সিংই। 

সরাসরি উপভোক্তাদের অর্থ পাঠানো বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার- সরকারি ব্যবস্থা ফাঁক গলে কোটি কোটি টাকার দুর্নীতি রুখতে চালু হয়েছিল সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠামো। 

কৃষি ঋণ মকুব (২০০৮)- কৃষকদের পরিত্রাণ দিয়েছিলেন মনমোহন সিং। ২০০৮ সালে ৬০ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছিলেন। 

ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি- মনমোহন সিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে অন্যতম হল ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক সমঝোতা। যার আওতায় পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) থেকে ছাড়পত্র পায় ভারত। অসামরিক এবং সামরিক পারমাণবিক প্রকল্প আলাদা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।  মিলেছিল সংশ্লিষ্ট দেশগুলির থেকে ইউরেনিয়াম আমদানির অনুমতিও।

Advertisement

Read more!
Advertisement
Advertisement