মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করা হচ্ছে দেশের প্রাক্তন দুই প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং চৌধুরি চরণ সিংহকে। ভারতরত্ন দেওয়া হচ্ছে বিজ্ঞানী স্বামীনাথনকেও। শুক্রবার এক্স হ্যান্ডলে জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে চলতি বছরে কর্পূরী ঠাকুর এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করা হয়েছে।
পিভি নরসিমহা রাওয়ের পৌত্র এনভি সুভাষ বলেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান উপেক্ষিত ছিল দীর্ঘদিন ধরে। খুবই খুশি যে নরসিমহাজি ভারতরত্ন পাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীকে অনেক ধন্যবাদ। ওঁর অবদান স্বীকৃতি পেল।' নরসিমহা প্রসঙ্গে এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, 'ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে নরসিমহার দূরদর্শী নেতৃত্ব ছিল।'
এই নিয়ে চলতি বছরে মোট ৫ জনকে ভারতরত্ন সম্মান দেওয়া হল। লোকসভা নির্বাচনের আগে যা ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষত, লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন সম্মান প্রদান আলাদা নজর কেড়েছে। আডবাণীর সঙ্গে মোদীর দূরত্বের কথা বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যায়। মোদীর জমানা শুরুর পরই বিজেপিতে আডবাণীরা 'কোণঠাসা' অবস্থায় পড়েছেন বলে মনে করা হয়। সেই আডবাণীকে মোদী সরকার ভারতরত্ন সম্মানে ভূষিত করেছে। যা এই পর্বে ভিন্ন মাত্রা যোগ করেছে।