Advertisement

Gautam Adani Son Wedding: আদানির ছেলের বিয়েতে ১০ হাজার কোটি টাকা দান, ঘরোয়া আয়োজন, VIRAL

বিশ্বের অন্য়তম ধনী শিল্পপতির ছেলের বিয়ে। তবে তাতে জাঁকজমক ছিল তুলনামূলকভাবে বেশ কম। আহমেদাবাদে বেশ ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হল গৌতম আদানির ছোট ছেলে জীত আদানির। বুধবার আদানি শান্তিগ্রাম টাউনশিপের বেলভেডিয়ার ক্লাবে বিয়ে হয়।

Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 11:18 AM IST

বিশ্বের অন্য়তম ধনী শিল্পপতির ছেলের বিয়ে। তবে তাতে জাঁকজমক ছিল তুলনামূলকভাবে বেশ কম। আহমেদাবাদে বেশ ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হল গৌতম আদানির ছোট ছেলে জীত আদানির। বুধবার আদানি শান্তিগ্রাম টাউনশিপের বেলভেডিয়ার ক্লাবে বিয়ে হয়।

পাত্রী হিরে ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে দিবা জৈমিন শাহ। গৌতম আদানি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেন।

সাধারণ আয়োজন, বড় অনুদান

গৌতম আদানি আগেই বিয়েতে খুব বেশি জাঁকজমক হবে না বলে জানিয়েছিলেন। বরং এই বিয়ে উপলক্ষ্যে তিনি সামাজিক খাতে ১০,০০০ কোটি টাকা দান করেন। সূত্রের খবর, এই অনুদানের বড় অংশ ব্যয় হবে স্বাস্থ্য, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে। আদানির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তাঁর এই দানের পিছনে মূল দর্শন হল 'সেবা সাধনা হ্যায়, সেবা প্রার্থনা হ্যায়, অউর সেবা হি পরমআত্মা হ্যায়'

সাধারণ অনুষ্ঠান, গুজরাটি রীতি মেনে বিয়ে

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারে ঘরোয়া। এমনিতে গুজরাটি ব্যবসায়ী পরিবারে জাঁকজমক-অনুষ্ঠান থাকেই। তবে বিশ্বের অন্যতম ধনী মানুষের ক্ষেত্রে আরও বেশি জৌলুস হবে বলে ভেবেছিলেন অনেকে। কিন্তু তেমনটা মোটেও হয়নি। আর পাঁচটা গুজরাটি ব্যবসায়ী পরিবারের মতোই ছিল বিয়ের আয়োজন। শুধুমাত্র পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। বিয়ের পর গুজরাটি ঐতিহ্য মেনে সম্পন্ন হয় অন্যান্য রীতিনীতি। 

বিয়ের আগেই ‘মঙ্গল সেবা’ প্রকল্পের ঘোষণা

বিয়ের দু'দিন আগে গৌতম আদানি ‘মঙ্গল সেবা’ প্রকল্প  ঘোষণা করেন। এর মাধ্যমে প্রতিবছর ৫০০ সদ্য বিবাহিত, বিশেষভাবে সক্ষম (দিব্যাংগ) মহিলাকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিয়ের আগে জীত আদানি ২১ জন সদ্য বিবাহিত বিশেষভাবে সক্ষম মহিলা ও তাঁদের স্বামীদের সঙ্গে দেখা করেন এবং এই প্রকল্পের সূচনা করেন।

'আমরা সাধারণ মানুষ'— গৌতম আদানি

২১ জানুয়ারি মহাকুম্ভে গৌতম আদানি সাংবাদিকদের বলেন, 'আমরা সাধারণ মানুষ। জীত এখানে মা গঙ্গার আশীর্বাদ নিতে এসেছে। একেবারে সাধারণ ও রীতিনীতি মেনেই  ঘরোয়াভাবে তার বিয়ে হবে।'

Advertisement

জীত আদানি: আদানি এয়ারপোর্টস-এর ডিরেক্টর

জীত আদানি বর্তমানে আদানি এয়ারপোর্টস-এর ডিরেক্টরের পদে রয়েছেন। তিনি ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করেন। নবি মুম্বাইতে নতুন একটি বিমানবন্দরের নির্মাণকাজেরও তদারকি করছেন। জীত আদানি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর প্রাক্তনী।

Read more!
Advertisement
Advertisement