চারহাত এক করলেন সমকামী যুবক যুগল। হায়দরাবাদে তাঁরা বিয়ে করেন। শনিবার হায়দরাবাদে আয়োজিত এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। তাঁদের সম্মতিতেই বিয়ে করেন যুবক যুগল।
আর পাঁচটি বিবাহ অনুষ্ঠানের মতোই মেহেন্দি, আংটি বিনিময়ের মাধ্যমে চারহাত এক করেন যুগল। তাঁদের নাম সুপ্রিয় চক্রবর্তী ও অভয় দাং। সুপ্রিয়র বাড়ি কলকাতা। অভয় হায়দরাবাদের বাসিন্দা। সুপ্রিয় একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের শিক্ষক। অন্যদিকে অভয় MNC কর্মী।
আরও পড়ুন : West Bengal Scholarship: প্রতি মাসে পড়ুয়াদের ৫ হাজার টাকা দেবে রাজ্য, কারা-কীভাবে পাবেন?
জানা গিয়েছে, প্রায় ৮ বছর ধরে সম্পর্কে ছিলেন অভয় ও সুপ্রিয়। তারপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হায়দরাবাদের একজন ট্রান্সভেস্টিট ব্যক্তি সোফিয়া ডেভিড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কিংশুক নাগ। তিনি বলেন, 'আজকের সন্ধেটা একটু অন্যভাবে কাটল। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার এবং আমাজনের একজন সিনিয়র ম্যানেজার একে অপরকে বিয়ে করেন। দম্পতির পরিবার এবং তাঁদের বন্ধু, পরিবারের সদস্যরা সেই বিয়েতে হাজির ছিলেন। আমাদের দেশ ধীরে ধীরে বদলাচ্ছে। এই ঘটনা তার প্রমাণ।'