Advertisement

'তুমি কি বাংলাদেশি?' UP-তে মেশিনে ধরা পড়ে যাচ্ছে, পুলিশের নয়া প্রযুক্তি ঘিরে বিতর্ক

ভিনরাজ্যে বারেবারেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা হতে হচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গাজিয়াবাদ পুলিশের 'সিটিজেনশিপ ভেরিফিকেশন মেশিন' এর ঘটনা।

নাগরিকত্ব ভেরিফিকেশন মেশিন: বাংলাদেশি ধরতে আজব প্ল্যান পুলিশের!নাগরিকত্ব ভেরিফিকেশন মেশিন: বাংলাদেশি ধরতে আজব প্ল্যান পুলিশের!
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 10:24 AM IST
  • ভিনরাজ্যে বারেবারেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা হতে হচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে।
  • মিডিয়ায় ভাইরাল হয়েছে গাজিয়াবাদ পুলিশের 'সিটিজেনশিপ ভেরিফিকেশন মেশিন' এর ঘটনা।
  • রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করতে ভোয়াপুর বস্তিতে ওই দিন অভিযান চালায় পুলিশ,RRF ও CRPF-এর যৌথ বাহিনী।

ভিনরাজ্যে বারেবারেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা হতে হচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গাজিয়াবাদ পুলিশের 'সিটিজেনশিপ ভেরিফিকেশন মেশিন' এর ঘটনা। ভিডিও-তে দেখা যাচ্ছে গাজিয়াবাদে এক ব্যক্তির পিঠের দিকে একটি মেশিন ধরছেন পুলিশ আধিকারিক। সেই মেশিনের সাহায্যেই দাগিয়ে দেওয়া হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি! তবে যদিও অভিযোগ মানতে অস্বীকার করেছেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিও-র ঘটনা ঘটেছে গত ২৩ ডিসেম্বর। রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করতে ভোয়াপুর বস্তিতে ওই দিন অভিযান চালায় পুলিশ,RRF ও CRPF-এর যৌথ বাহিনী। এই অপারেশনের আওতায় বস্তি বাসিন্দাদের আধার কার্ড পরীক্ষা করা হয়।

ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, কৌশাম্বি থানার পুলিশ ইন-চার্জ ইন্সপেক্টর অজয় শর্মা এক বাসিন্দার পিঠে একটি মেশিন ধরছেন। তাঁর দাবি এটি 'নাগরিকত্ব নির্ধারণ' করতে সক্ষম। পরে ওই পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, "তুমি বাংলাদেশের লোক নও তো?" 

এরপর ওই বাসিন্দা বলেন, তিনি বাংলাদেশি নন। বিহারের আরারিয়া জেলার বাসিন্দা। কিন্তু পুলিশ আধিকারিকের দাবি, "মেশিন তো বাংলাদেশি দেখাচ্ছে।"

ঘটনা ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। কেউ প্রশ্ন করছেন, এভাবে কী ভাবে কারও নাগরিকত্ব নির্ধারণ করা যায়? আবার কেউ কেউ বলছেন রসিকতার ছলেই অথবা সত্যি কথা বের করতেই পুলিশ এমন পদক্ষেপ নিয়েছে।

ইন্দিরাপুরমের ACP অভিষেক শ্রীবাস্তবও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, "এটা কোনও বৈজ্ঞানিক বা টেকনিক্যাল তদন্ত নয়। এটি আসলে পুলিশি ধাঁচের জিজ্ঞাসাবাদ। আসলে লোকেরা সঠিক তথ্য বলছে কিনা, তা যাচাই করার উদ্দেশ্যেই এমন করা হয়েছে।" ACP জানান, সত্যিটা বের করে আনতে অফিসাররা অনেকসময়ই জিজ্ঞাসাবাদের সময় এমন অভিনব পদ্ধতি ব্যবহার করেন।" 
 

Read more!
Advertisement
Advertisement