Advertisement

মোদী সরকারের Bharat Taxi App, একাধিপত্য শেষ Ola, Uber-এর?

এত দিন বেসরকারি ক্যাব বুকিং অ্যাপের উপরই নির্ভর ছিলেন সাধারণ মানুষ। তাতেই একছত্র ব্যবসা করছিল উবের, ওলা। তবে এবার ধীরে ধীরে গতি পাচ্ছে ভারত ট্যাক্সি। সরকারি এই অ্যাপটি এখন অনেকেই ব্যবহার করছেন। জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে হাজার হাজার নতুন ব্যবহারকারী এই অ্যাপে রেজিস্টেশন করছেন। আর এই অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে।

ভারত ট্যাক্সি অ্যাপভারত ট্যাক্সি অ্যাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 4:06 PM IST
  • এত দিন বেসরকারি ক্যাব বুকিং অ্যাপের উপরই নির্ভর ছিলেন সাধারণ মানুষ
  • একছত্র ব্যবসা করছিল উবের, ওলা
  • প্রতি সপ্তাহে হাজার হাজার নতুন ব্যবহারকারী এই অ্যাপে রেজিস্টেশন করছেন

এত দিন বেসরকারি ক্যাব বুকিং অ্যাপের উপরই নির্ভর ছিলেন সাধারণ মানুষ। তাতেই একছত্র ব্যবসা করছিল উবের, ওলা। তবে এবার ধীরে ধীরে গতি পাচ্ছে ভারত ট্যাক্সি। সরকারি এই অ্যাপটি এখন অনেকেই ব্যবহার করছেন। জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে হাজার হাজার নতুন ব্যবহারকারী এই অ্যাপে রেজিস্টেশন করছেন। আর এই অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে।

প্রতিদিন ৪৫ হাজার মানুষ ব্যবহার করছেন

ভারত সরকারের কোঅপারেশন মন্ত্রকের তরফ থেকে এক্স-এ অ্যাপটা নিয়ে একটা পোস্ট করা হয়। সেখানে জানান হয়, ভারত ট্যাক্সি অ্যাপের ৪ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে। এছাড়া গত দুই দিনে ৪০ থেকে ৪৫ হাজার ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানা যাচ্ছে।

এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে নবম স্থানে রয়েছে। ও দিকে অ্যাপেল অ্যাপ স্টোরে এটি রয়েছে ১৩ নম্বরে।

মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, এটা ধীরে ধীরে সারা দেশেই রিলিজ করা হবে। এর মাধ্যমেই আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

কারা প্রকাশ করে এই অ্যাপ?

এই অ্যাপটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এই অ্যাপটা উবের, ওলার বাজারে কোঅপারেটিভ বেসড, সরকারি উদ্যোগে তৈরি একটা ক্যাব। এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে পুলিশ ভ্যারিফায়েড ড্রাইভার। এখান প্রশিক্ষিত ড্রাইভারই পাওয়া যাবে।

এছাড়া এই অ্যাপেল ইন্টারফেস খুবই ক্লিন। খুবই সহজেই অ্যাপের মধ্যে নেভিগেট করা যায়। যার ফলে যে কোনও ব্যবহারকারী খুব সহজেই অ্যাপটা দিয়ে ক্যাব বুক করে নিতে পারেন।

আর শুধু ক্যাব সার্ভিস নয়, এর পাশাপাশি মেট্রো টিকিট বুকিং এবং রেন্টাল সার্ভিসও মিলবে। এক্ষেত্রে ১২ বছরে রেন্টাল ফিচার পাবেন এখানে।

এমার্জেন্সি ফিচার রয়েছে

এই অ্যাপে ব্যবহারকারীরা নানা সেফটি ফিচার পাবেন। এতে রয়েছে এমার্জেন্সি ফিচার। যার মাধ্যমে পুলিশকে ফোন করা থেকে শুরু করে অ্যাপে থাকা কন্ট্যাক্টকে অ্যালার্ট করা সহ একাধিক ফিচার রয়েছে। যার ফলে কোনও বিপদ হলেই বাড়ির লোকের কাছে আপনি সহজেই খবর দিতে পারবেন। এমনকী তেমন হলে অ্যাপের পক্ষ থেকেও দেওয়া যাবে খবর।

Advertisement

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অ্যাপে দারুণ কিছু ফিচার রয়েছে। তবে এর বাস্তবায়ন কতটা ঠিক ঠাক হয় সারা দেশে, সেটাই এখন দেখার। তারপরই বলা যাবে, এই অ্যাপ কতটা সাফল্য পাবে।

Read more!
Advertisement
Advertisement