Advertisement

Gujarat: ৮ বছর সংসারের পর স্ত্রী জানতে পারলেন স্বামী মহিলা ছিলেন

Gujarat: বিয়ের ৮ বছর স্বামীর পর্দাফাঁস। মহিলা জানতে পারলেন তাঁর বিয়ে করা স্বামী আসলে একজন মহিলা ছিলেন। ঘটনাটি গুজরাতের ভাদোদরার। ৪০ বছর বয়সী স্ত্রী হঠাৎই একদিন এক চমকপ্রদ সত্যের মুখোমুখি হন। তিনি জানতে পারেন, ২০১৪ সালে যাকে বিয়ে করেছিলেন তিনি এক বিরাট বড় সত্য ঢেকে রেখেছিলেন। তাঁর স্বামী আসলে ছিলেন একজন নারী।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Sep 2022,
  • अपडेटेड 2:02 PM IST
  • বিয়ের ৮ বছর স্বামীর পর্দাফাঁস
  • মহিলা জানতে পারলেন তাঁর বিয়ে করা স্বামী আসলে একজন মহিলা ছিলেন
  • ঘটনাটি গুজরাতের ভাদোদরার

Gujarat: বিয়ের ৮ বছর স্বামীর পর্দাফাঁস। মহিলা জানতে পারলেন তাঁর বিয়ে করা স্বামী আসলে একজন মহিলা ছিলেন। ঘটনাটি গুজরাতের (Gujarat) ভাদোদরার (Vadodra)। ৪০ বছর বয়সী স্ত্রী হঠাৎই একদিন এক চমকপ্রদ সত্যের মুখোমুখি হন। তিনি জানতে পারেন, ২০১৪ সালে যাকে বিয়ে করেছিলেন তিনি এক বিরাট বড় সত্য ঢেকে রেখেছিলেন। তাঁর স্বামী আসলে ছিলেন একজন নারী। পুরুষ হওয়ার জন্য লিঙ্গ পরিবর্তনের অপারেশন করেন।

TOI-এর একটি প্রতিবেদন অনুসারে, ওই মহিলা বুধবার গোত্রী পুলিশে অভিযোগ দায়ের করে তাঁর স্বামী বিরাজ বর্ধনের বিরুদ্ধে প্রতারণা এবং অপ্রাকৃতিক যৌন সম্পর্কের অভিযোগ করেছেন। FIR-এ তাঁর পরিবারের সদস্যদের নামও দিয়েছেন।

বৈবাহিক সাইটের মাধ্যমে তাঁদের পরিচয়

আরও পড়ুন

পুলিশকে তিনি জানান, বিরাজ বর্ধনের আগে বিজয়তা নামে পরিচিত ছিলেন। নয় বছর আগে একটি বৈবাহিক সাইটের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। তাঁর প্রথম স্বামী ২০১১ সালে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। ১৪ বছর বয়সী কন্যাকে নিয়ে স্বামীহারা ওই মহিলাকে খুঁজছিলেন যথোপযোগ্য জীবনসঙ্গী। সেই সূত্রেই বৈবাহিক একটি সাইটে তাদের আলাপ।

পুলিশের মতে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০১৪ সালে ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করেছিলেন। এমনকি কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন। “তবে, তিনি বিবাহ সম্পন্ন হওয়ার পর কখনওই যৌনসম্পর্ক সম্পন্ন করেননি। দিনের পর দিন অজুহাত দিতে থাকেন। এরপর একদিন দাবি করেন, কয়েক বছর আগে রাশিয়ায় থাকাকালীন একটি দুর্ঘটনার কারণে তিনি যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম হয়েছিলেন।" তাঁর স্বামী মহিলাকে এও বলেছিলেন, অস্ত্রোপচারের পরেই তিনি ফের যৌন সম্পর্ক স্থাপনে সক্ষম হয়ে যাবেন।

পুরুষের অঙ্গ ইমপ্লান্ট করার জন্য লিঙ্গ পরিবর্তন

২০২০ সালের জানুয়ারিতে, তিনি তাঁর ওজন কমাতে অস্ত্রোপচার করতে চান। সেই পদ্ধতির জন্য কলকাতায় এসেছিলেন। তারপরই পর্দাফাঁস হয়। তিনি পুরুষের অঙ্গ ইমপ্লান্ট করার জন্য একটি লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেছিলেন।

অভিযোগকারিণী পুলিশকে এও বলেন, স্বামী তাঁর সঙ্গে "অপ্রাকৃতিক যৌনতা" করতে শুরু করেছিলেন। এমনকি তাঁকে হুমকিও দেওয়া হত, যদি কারও সঙ্গে এ সম্পর্কে কথা বলেন তবে তাঁকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।

Advertisement

গোত্রীর পুলিশ পরিদর্শক এম কে গুর্জার জানিয়েছেন, অভিযুক্ত দিল্লির বাসিন্দা। অভিযোগ দায়েরের পর তাঁকে ভাদোদরায় আনা হয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement