Advertisement

Gujarat Panchayat Aajtak: 'ডবল ইঞ্জিনে মরচে ধরেছে, AAP নতুন ইঞ্জিন': গুজরাত নির্বাচনের আগে কেজরিওয়াল

Gujarat Panchayat Aajtak: গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে 'পঞ্চায়েত আজতক'-র মঞ্চে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, গণতন্ত্রে জনগণ পরাজয় এবং জয়ের সিদ্ধান্ত নেয়। এক বছর পরও গাছের পাতা পরিবর্তন হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Aajtak Bangla
  • আমেদাবাদ,
  • 15 Nov 2022,
  • अपडेटेड 9:18 PM IST
  • গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে 'পঞ্চায়েত আজতক'-র মঞ্চে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এদিন তিনি বলেন, গণতন্ত্রে জনগণ পরাজয় এবং জয়ের সিদ্ধান্ত নেয়
  • এক বছর পরও গাছের পাতা পরিবর্তন হয়

Gujarat Panchayat Aajtak: গুজরাতের বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) আগে 'পঞ্চায়েত আজতক'-র (Gujarat Panchyat Aajtak) মঞ্চে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। এদিন তিনি বলেন, গণতন্ত্রে জনগণ পরাজয় এবং জয়ের সিদ্ধান্ত নেয়। এক বছর পরও গাছের পাতা পরিবর্তন হয়। ২৭ বছরে বিজেপি শাসন প্রসঙ্গে বলেন, গাছও এক বছর পরে তার পাতা পরিবর্তন করে। ডবল ইঞ্জিনটি কয়লার ছিল, তাতে মরিচা ধরেছে। আমরা বিদ্যুৎ সহযোগে একটি নতুন ইঞ্জিন। মানুষ এখন নতুন ইঞ্জিন চায়।

তিনি দাবি করেন, কংগ্রেসের ৫টিরও কম আসন আসবে। ক্রমাগত পতন হচ্ছে কংগ্রেসের। বলেন "আমরা যত ওপরে যাচ্ছি, নেমে আসছে বিজেপিও। নির্বাচনের তিন দিন আগে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। প্রতিটি শিশুর সুশিক্ষার অধিকার রয়েছে। এটা সরকারের দায়িত্ব। অসুস্থদের উন্নত চিকিৎসার দায়িত্ব সরকারের।" তাঁর এ-ও দাবি, যদি ধনী দেশ হতে চায়, তাহলে বিনামূল্যে এবং ভাল শিক্ষা দিতে হবে। দেশের মানুষকে অপমান করা উচিত না। 

সত্যেন্দ্র জৈন মামলা: সত্যেন্দ্র জৈন মামলায় কেজরিওয়ালের দাবি, সে কী কেলেঙ্কারি করেছেন তা কেউ জানে না। কলকাতার দুই হাওয়ালা ডিলারকে ধরে, তাদের ঘাড় ধরে সত্যেন্দ্র জৈনের নাম বলতে বলেন। জৈন দুর্নীতিতে সত্যেন্দ্রকে গ্রেফতার করে, কিন্তু সে দু'জনকেই গ্রেফতার করেনি।সিবিআইয়ের বিচারক তিনটি শুনানিতে জিজ্ঞাসা করেছিলেন সত্যেন্দ্রের বিরুদ্ধে কোনও প্রমাণ আছে কিনা। কিন্তু কোনও প্রমাণ পাওয়া যায়নি। পরে বলেন বিচারপতি বদলান।

আরও পড়ুন

মদ কেলেঙ্কারিতে কেজরিওয়াল
মদ কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন,"সিবিআই-এর এফআইআর-এ কিছুই নেই। তাতে লেখা আছে এক মদ বিক্রেতা আরেক মদ বিক্রেতাকে এক কোটি টাকা দিয়েছে। ইডি-র এফআইআর-এ এমনটাই রয়েছে। এতে মণীশ সিসোদিয়ার ভুল কোথায়? কিন্তু মণীশকে গ্রেফতার করতে ৮০০ জন পুলিশ তাঁর পিছনে পড়েছে। এদিকে, মণীশের বাড়িতে অভিযান চালিয়ে কিছুই পাওয়া যায়নি।

নোটে গণেশ লক্ষ্মীর ছবি প্রসঙ্গে
নোটে গণেশ লক্ষ্মীর ছবি প্রসঙ্গে আম আদমি পার্টির গুজরাতের মুখ্যমন্ত্রী প্রার্থী ইশুদান গধভি বলেছেন, ক্রমাগত টাকার দাম কমছে। কঠোর পরিশ্রম সকলেই করেন, কিন্তু তিনি বলেছিলেন একমাত্র সফল ব্যক্তি যিনি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত হন। এতে দোষ কী? কিন্তু বিজেপির আপত্তি কী তা জানি না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement