Advertisement

Haj Yatra 2025: সুখবর! ভারতীয়দের জন্য হজের পোর্টাল খুলল সৌদি আরব, কোটা বাড়ল?

ভারতীয় হজযাত্রীদের জন্য খানিকটা স্বস্তি। ভারতের বেসরকারি হজ যাত্রীদের জন্য ফের হজ পোর্টাল (নুসুক পোর্টাল) খুলছে সৌদি হজ মন্ত্রক। ১০ হাজার হজযাত্রীর জন্য খোলা হবে পোর্টাল। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 3:19 PM IST
  • ভারতীয় হজযাত্রীদের জন্য খানিকটা স্বস্তি।
  • ভারতের বেসরকারি হজ যাত্রীদের জন্য ফের হজ পোর্টাল (নুসুক পোর্টাল) খুলছে সৌদি হজ মন্ত্রক।
  • ১০ হাজার হজযাত্রীর জন্য খোলা হবে পোর্টাল। 

ভারতীয় হজযাত্রীদের জন্য খানিকটা স্বস্তি। ভারতের বেসরকারি হজ যাত্রীদের জন্য ফের হজ পোর্টাল (নুসুক পোর্টাল) খুলছে সৌদি হজ মন্ত্রক। ১০ হাজার হজযাত্রীর জন্য খোলা হবে পোর্টাল। 

উল্লেখ্য, এবার ভারতের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়েছে সৌদি আরব। যা নিয়ে সরব হন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি-সহ বেশ কিছু নেতা। ভারতীয় বিদেশ মন্ত্রক যাতে বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনায় সমাধানসূত্র বার করে, তার আর্জি জানান তাঁরা। তার পর পরই ভারতীয় হজযাত্রীদের সংখ্যা বাড়ানো হচ্ছে।

ফাইল চিত্র।

২০১৪ সালে  ভারত থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ১ লক্ষ ৩৬ হাজার ২০। যা  এ বছর বেড়ে হবে  ১ লক্ষ ৭৫ হাজার ২৫৷ হজের সময় সৌদি কর্তৃপক্ষ এই কোটা দেয়৷ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক  ভারতের হজ কমিটির মাধ্যমে ভারতে বরাদ্দকৃত কোটার সিংহভাগ পরিচালনা করে, যা এই বছর ১ লক্ষ ২২ হাজার ৫১৮। বাকি কোটা বেসরকারি ট্যুর অপারেটরদের দেওয়া হয়। 

 

হজ যাত্রার ছবি।


প্রবল গরমে মিনায় হজের একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। এখানে সীমিত জায়গা আছে, যা এখন ভরাট হয়ে গেছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা এই বছর কোনও দেশের জন্য সময়সীমা বাড়াচ্ছে না। হজের একটি পর্যায় রয়েছে যাতে একজনকে মিনায় রাত্রিযাপন করতে হয়, এখানে হজযাত্রীদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়। এই কাজটি হজ কমিটি বা বেসরকারি ট্যুর অপারেটররা হজযাত্রীদের সংখ্যার ভিত্তিতে করে থাকেন। ভারত থেকে হজের জন্য প্রথম ফ্লাইটটি ২৯ এপ্রিল যাত্রা করবে এবং মিনায় হজযাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement