Advertisement

Man in Parliament: লোকসভায় ঠিক কী ঘটেছে? 'হাতে ভারী কিছু, গ্যাস বেরোচ্ছিল,' জানালেন প্রত্যক্ষদর্শী অধীর

লোকসভা চলাকালীন নিরাপত্তার ত্রুটি। সংসদের কার্যক্রম চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুইজন সাংসদের বেঞ্চে ঝাঁপিয়ে পড়েন। ঘটনার পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানালেন 'দু'জন লোক ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সাংসদ সহকর্মীরা তাঁদের ধরে ফেলেন।'

হাতে ভারী কিছু...
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Dec 2023,
  • अपडेटेड 3:18 PM IST
  • লোকসভা চলাকালীন নিরাপত্তার ত্রুটি। সংসদের কার্যক্রম চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুইজন সাংসদের বেঞ্চে ঝাঁপিয়ে পড়েন।
  • ঘটনার পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানালেন 'দু'জন লোক ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সাংসদ সহকর্মীরা তাঁদের ধরে ফেলেন।'
  • কংগ্রেস নেতা বলেন, 'ওঁর হাতে ভারী কিছু ছিল। সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। আমাদের সাংসদ সহকর্মীরা তাঁকে ধরে ফেলেন।'

লোকসভা চলাকালীন নিরাপত্তার ত্রুটি। সংসদের কার্যক্রম চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুইজন সাংসদের বেঞ্চে ঝাঁপিয়ে পড়েন। ঘটনার পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানালেন 'দু'জন লোক ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সাংসদ সহকর্মীরা তাঁদের ধরে ফেলেন।'

কংগ্রেস নেতা বলেন, 'ওঁর হাতে ভারী কিছু ছিল। সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। আমাদের সাংসদ সহকর্মীরা তাঁকে ধরে ফেলেন। সেখানে কোনও নিরাপত্তাকর্মী ছিল না। এর পরে নিরাপত্তা বাহিনী এসে তাঁকে বের করে নিয়ে যান।'

উল্লেখযোগ্য বিষয়টি হল, এদিনই ২০০১ সালে সংসদ হামলার বার্ষিকী। আর সেইদিনই এমনভাবে গ্যালারি থেকে দর্শকের ঝাঁপিয়ে পড়ার মতো ঘটনা। এর জেরে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে সংসদের নিরাপত্তা।

কার্তি চিদম্বরম যা জানালেন
কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম জানান, 'হঠাৎ করেই দর্শক গ্যালারি থেকে বছর ২০-র দুই যুবক ঝাঁপিয়ে পড়ে। ওঁদের হাতে ক্যানিস্টার ছিল। সেই ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছিল। তাঁদের মধ্যে একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন। ওঁরা কোনও স্লোগান দিচ্ছিলেন। ধোঁয়া বিষাক্ত হতে পারে। এটি একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন।'

লোকসভার স্পিকার ওম বিড়লা


বিজেপি সাংসদের ভিজিটর পাসে এসেছিলেন
সূত্রের খবর,  যে দু'জন ব্যক্তি সংসদে প্রবেশ করেছিলেন, তাঁদের একজনের নাম সাগর। দু'জনেই সাংসদের নামে লোকসভা ভিজিটর পাস নিয়ে এসেছিলেন। সাংসদ দানিশ আলি জানিয়েছেন, দু'জনই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভার ভিজিটর পাস নিয়ে এসেছিলেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement